Hooghly Lok Sabha Election Results 2024 Live: হুগলিতে এ বার রচনা না লকেট? এক ক্লিকেই জেনে নিন সবটা

একসময় এই কেন্দ্রটি বামেদের ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। ২০১৯ সালে এই কেন্দ্রে ৬ লক্ষ ৭১ হাজার ৪৪৮ ভোটে জিতেছিলেন লকেট। অন্যদিকে ৪১.০৩ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রত্না দে।

কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)  অন্যতম চর্চিত কেন্দ্র হল হুগলি। এই লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ লকেট চট্যোপাধ্যায় (Locket Chattarjee) । মোট সাতটি বিধানসভা কেন্দ্র নয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই বিধানসভা কেন্দ্রগুলি হল বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম,সিঙ্গুর, চন্দননগর ও ধনেখালি। এই কেন্দ্রের ভোট ২০ শে মে। এ বার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্যোপাধ্যায়। অন্যদিকে এ বার তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোতপাধ্যায় (Rachana Banerjee)। সিপিএমের  (CPIM)হয়ে দাঁড়িয়েছেন মনোদীপ সিং।

একসময় এই কেন্দ্রটি বামেদের ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। ২০১৯ সালে এই কেন্দ্রে ৬ লক্ষ ৭১ হাজার ৪৪৮ ভোটে জিতেছিলেন লকেট। অন্যদিকে ৪১.০৩ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রত্না দে। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬ ভোট। ২০১৪ সালে এই রত্না দে-ই সিপিএমকে ৬ লক্ষ ১৪ হাজার ৩১২ ভোটে হারিয়েছিলেন। সে বার মাত্র ২ লক্ষ ২১ হাজার ২৭১ ভোট পেয়েছিল বিজেপি। ধীরে-ধীরে এই কেন্দ্রে ক্ষমতা কায়েম করার চেষ্ট চালায় ভারতীয় জনতা পার্টি। এ বারের লোকসভা নির্বাচনেও সবার চোখ এই কেন্দ্রে। একদিকে লকেট অন্যদিকে রচনা, আর সিপিএম তো রয়েছেই, কে হাসে শেষ হাসি তাই এখন দেখার। তবে এ বার এই কেন্দ্রের মূল লড়াই দুই ফুলের তা স্পষ্ট।