Assam-Mizoram Border Violence: 'ব্যর্থ' শাহ, 'গণতন্ত্রের মৃত্যু', অসম-মিজোরাম সংঘাত নিয়ে আক্রমণ রাহুল, অভিষেকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তোপ দাগতে শুরু করেন কংগ্রেস সাংসদ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী৷ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই কেন্দ্রর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন রাহুল৷

ছবি ট্যুইটার

গুয়াহাটি, ২৭ জুলাই: অসম-মিজোরাম সীমান্তে উত্তেজনা (Assam-Mizoram Border Violence) অব্যাহত৷ দুই রাজ্যের সীমান্ত সংঘাত নিয়ে বিবাদ চরমে৷ সোমবার দুই রাজ্যের সীমান্ত সংঘাতের পর মৃত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন রাহুল গান্ধী৷ আহতরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাও করেন রাহুল (Rahul Gandhi)৷

এসবের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধেও তোপ দাগতে শুরু করেন কংগ্রেস সাংসদ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী৷ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই কেন্দ্রর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন রাহুল৷

 

কংগ্রেস সাংসদের সঙ্গে তৃমণূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন৷ তিনি বলেন, অসম-মিজেরাম সীমান্ত সংঘাতের কথা শুনে তিনি কার্যত অবাক৷ বিজেপির (BJP) আমলে যেভাবে দেশের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটছে, তাকে 'গণতন্ত্রের মৃত্যু' বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি দেশের মানুষের জন্য এবার বিজেপির পরিবর্তে অন্য কোনও সরকারকে বেছে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

 

বিদ্যুতের খুঁটি নিয়ে সংঘাতের জেরে অসম-মিজোরাম (Mizoram) সীমান্ত সংঘাত চরমে ওঠে৷ যার জেরে অসম পুলিশের ৬ জওয়ান নিহত হন৷ আহত হন এক নাগররিকও৷

আরও পড়ুন:  Raj Kundra: পর্নোগ্রাফি থেকে রোজগারের অর্থে অনলাইন বেটিং করতেন রাজ কুন্দ্রা, সন্দেহ পুলিশের

অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শান্তির আবেদন করেন৷ সীমান্ত সংঘাত মিটিয়ে দুই রাজ্যে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই আবেদন করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি অসম পুলিশের ৬ জওয়ানের মৃত্যুর জেরে ৩ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সে রাজ্যে৷ পাশাপাশি ওই সময় রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠানও হবে না বলেও জানান হিমন্ত বিশ্ব শর্মা৷