Hidden Camera in Girl's Bathroom: আগ্রায় মেয়েদের বাথরুমে গোপন ক্যামেরা, মহিলা কর্মীর অসভ্যতায় মাথায় হাত পুলিশের

আগ্রার এক মহিলা হোস্টেলে চাঞ্চল্যকর ঘটনা। হোস্টেলের এক মহিলা ওয়ার্ডান বাথরুমে মোবাইল ক্য়ামেরা অন রেখে দেন।

Representational Image (Credits: PTI)

উত্তর প্রদেশের আগ্রার এক মহিলা হোস্টেলে চাঞ্চল্যকর ঘটনা। হোস্টেলের এক মহিলা ওয়ার্ডান বাথরুমে মোবাইল ক্য়ামেরা অন রেখে দেন। যাতে বাথরুমে আসা মহিলা, নাবালিকাদের নগ্ন ভিডিয়ো রেকর্ডিং করা যায়। সরকারী সেই মেয়েদের হোস্টেলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা থাকত। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে পাঠরতা ছাত্রীরাই সেখানে থাকত।

দু তলা সেই মহিলাদের হোস্টেলে শতাধিক মহিলা ছাত্রী থাকত। তাদের বেশীরভাগই গ্রাম থেকে আসা। হোস্টেলটিক এক তলায় মেয়েদের বাথরুম ও রান্নাঘর। হোস্টেলের মহিলা ওয়ার্ডন বাথরুমে এমন জায়গায় মোবাইলের ক্যামেরা লুকিয়ে রেখে যান, যাতে সব কিছু রেকর্ডিং হয়। এক ছাত্রীর নজরে পড়ে যায় সেটি। অন্তত দিন সাতেক ধরে বাথরুমে রাখা মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং হয়েছিল বলে খবর। আরও পড়ুন-দিল্লিতে 

জুতোর কারখানায় বিধ্বংসী আগুন

দেখুন টুইট

হোস্টেলের মহিলা ওয়ার্ডানকে জেরা করছে পুলিশ। তাকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই মহিলার বিরুদ্ধে হোস্টেল থাকা মেয়েদের জোর করে জুতো পরিষ্কার করানো, খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল মাসখানেক আগে।