Heeraben Modi Dies: মাতৃবিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা সহ অন্যান্য নেতারা জানালেন শ্রদ্ধা
Heeraben Modi Dies: Amit Shah, JP Nadda, Mallikarjun Kharge and the Other Leaders and chief Minister of various state Condolences to PM Narendra Modi After His Mother Passed Away( Check Tweet)
প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আচমকা শরীর খারাপ হওয়ায় তাঁকে আমেদাবাদের সুপার-স্পেশালিটি ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছিল। সেখানেই ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন (Heeraben Modi)। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "একটি গৌরবময় শতাব্দীর পার করে ঈশ্বরের চরণে বিশ্রাম নিতে গেছেন আমার মা। মায়ের মধ্যে আমি সবসময় ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যাঁর মধ্যে ছিল একজন তপস্বীর যাত্রা, একজন নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন।"
এই ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতা সহ কেন্দ্রীয় মন্ত্রীরা হীরাবেন- কে জানালেন শ্রদ্ধা। দেখে নেব কে কি বললেন-
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ লিখলেন-
বিজেপি সর্বভারতীয় সভাপতি লিখলেন-
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখলেন-
প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ লিখলেন-
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন
গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল লেখেন-
কংগ্রেসের সহ-সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া জানালেন শ্রদ্ধার্ঘ
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখলেন-
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লিখলেন
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)