Uttarakhand: ভারী বৃষ্টিপাতের সতর্কতায় উত্তরাখণ্ডে সব স্কুল বন্ধ
উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে আজ, সোমবার রাজ্যের সমস্ত সরকারী- বেসরকারী স্কুল, অঙ্গনওয়াড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মাঝে ছাত্র-ছাত্রীরা যাতে বিপদে না পড়েন সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেরাদুন, ১৮ অক্টোবর: উত্তরাখণ্ড (Uttarakhand) জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে আজ, সোমবার রাজ্যের সমস্ত সরকারী- বেসরকারী স্কুল, অঙ্গনওয়াড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মাঝে ছাত্র-ছাত্রীরা যাতে বিপদে না পড়েন সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরাখণ্ডে ১৭-১৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিকে, দেশের উত্তরের রাজ্যে উত্তরাখণ্ডে যখন এই অবস্থা তখন দক্ষিণের রাজ্য কেরলের বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। বল বৃষ্টিতে (Rain) বেহাল কেরালা (Kerala)। দক্ষিণী রাজ্যের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। কোট্টায়াম এবং ইডুক্কি জেলায় ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। আরও পড়ুন: দেশে ২৩০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, রাজ্যে ভীতি বাড়াল পুজোর ভিড়
কোট্টায়ামে ১৩ জনের মৃত্যু হয়েছে। ইডুক্কিতে মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ মাঝে মাঝেই ব্যাহত হচ্ছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। পাঠানমথিত্তা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইডুক্কি, ত্রিশুরে রেড অ্যালার্ট (Red Alert) ও তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পলক্কাদ, মালাপ্পুরাম, কোঝিকোড এবং ওয়ানাডে অরেঞ্জ অ্যালার্ট (Orange alert) জারি করা হয়েছে। আজ ও আগামীকাল শবরীমালা মন্দিরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ভক্তদের।
ইতিমধ্যেই উদ্ধারে নেমে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেনা (Indian Army) ও বায়ুসেনা উদ্ধারে হাত লাগিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে এয়ারলিফ্ট করা হচ্ছে। বন্যা বিপর্যস্ত এলাকায় ভারতীয় সেনার ৩০ সদস্যের একটি দলকে পাঠানো হয়েছে। আরও দলকে তৈরি থাকতে বলা হয়েছে।