Heatwave: তীব্র দাবদাহের জের, চলতি বছর গরমে মৃত্যু ১০০ জনের; বলছে রিপোর্ট
এখনও দেশের বেশ কিছু রাজ্যে তীব্র গরমের প্রভাব চলবে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রচণ্ড গরমে গোটা দেশ জুড়ে যে ১০০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের বেশিরভাগ বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দা।
দিল্লি, ১৯ জুন: তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala), পশ্চিমবঙ্গ (West Bengal), উত্তরাখণ্ডে (Uttarakhand) বৃষ্টি শুরু হলেও, ভারতের একাধিক রাজ্যে এখনও তীব্র দাবদাহ চলছে। প্রচণ্ড গমের জেরে বিহার, ওড়িশা এবং উত্তরপ্রদেশে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। এখনও দেশের বেশ কিছু রাজ্যে তীব্র গরমের প্রভাব চলবে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রচণ্ড গরমে গোটা দেশ জুড়ে যে ১০০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের বেশিরভাগ বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দা। তীব্র দাবদাহের মাঝে উত্তরপ্রদেশের বালিয়ার তাপমাত্রা সবচেয়ে বেশি বাড়তে শুরু করে। ফলে সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মেলে।
জানা যাচ্ছে, বিহারে তীব্র গরমের জেরে চলতি বছর ৪৫ জনের মৃত্যু হয়। ওড়িশায় মৃত্যুর খবর মেলে ২০ জনের। ফলে প্রচণ্ড গরমের জেরে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।