Heatwave: আরও ৪ দিন তাপপ্রবাহ, বঙ্গ, বিহার, অন্ধ্র পুড়ছে তীব্র গরমে
দক্ষিণের রাজ্যগুলিতেও তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। উত্তর অন্ধ্রপ্রদেশ, এ রাজ্যের সমুদ্র তীরবর্তী এলাকার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। আগামী ২,৩ দিন ধরে অন্ধ্রের এইসব এলাকার তাপমাত্রা হু হু করে বাড়ছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।
দিল্লি, ১৮ এপ্রিল: তীব্র গরমে পুড়ছে দেশের একাধিক রাজ্য। দেশের ৯টি রাজ্যে তাপপ্রবাহ চলবে আরও বেশ কয়েকদিন। এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। দেশের বেশ কিছু রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। আগামী ৬ দিন দেশের ওই রাজ্যে লু বইবে বলে সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। মৌসম ভবনের বিবৃতি অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং বিহারে আরও ৪ দিন তাপপ্রবাহ চলবে। ওড়িশা, ঝাড়খণ্ডে আগামী ২, ৩ দিন ধরে তাপপ্রবাহ চলবে বলে জারি করা হয় সতর্কতা। সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা জারি করে মৌসম ভবন। পশ্চিম উত্তরপ্রদেশেও গরম কার্যত চড়চড়িয়ে বাড়ছে। সেখানেও আগামী ২, ৩ দিন ধরে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে বলে খবর।
দক্ষিণের রাজ্যগুলিতেও তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। উত্তর অন্ধ্রপ্রদেশ, এ রাজ্যের সমুদ্র তীরবর্তী এলাকার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। আগামী ২,৩ দিন ধরে অন্ধ্রের এইসব এলাকার তাপমাত্রা হু হু করে বাড়ছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। অন্ধ্রের শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তম, আনাকাপল্লী, কাঁকিনাড়া, কোনাসীমা, কৃষ্ণা, এনটিআর, বাপাটলা, গুণ্টুর এবং পালনাড়ুতে তাপমাত্রা আগামী ২,৩ দিন হু হু করে বাড়ছে বলে আশঙ্কা। এসবের পাশাপাশি রায়লসীমা এবং এ রাজ্যের বাকি অংশগুলিতে তাপমাত্রা ৩৮ থেকে ৪২-এর মধ্যে থাকবে বলে জানানো হয়।
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবেও গরম বাড়বে বলে জানানো হয়েছে দিল্লির মৌসম ভবনের তরফে।