Delhi: বসন্ত বিহারে নির্মীয়মাণ বহুতলের একটি অংশ ভেঙে মৃত এক শ্রমিক! ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আটকে ২ শ্রমিক

দিল্লিতে একটানা বৃষ্টির কারণে একদিকে যখন বিমানবন্দরের ছাঁদ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়। তখন অপরদিকে একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। গত ২৪ ঘন্টা ধরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্ত বিহার (Vasant Vihar) এলাকায়। জানা যাচ্ছে, শনিবার সকাল ৬টা ১০ নাগাদ বছর ১৯-এর সন্তোষ কুমার যাদবের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। দেহ উদ্ধারের পর সফদরজং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাৈ মৃত বলে ঘোষণা করেন। আপাতত মৃত শ্রমিকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

অন্যদিকে, এখনও জীবীত রয়েছেন বাকি দুই শ্রমিক। তবে কতক্ষণ তাঁরা থাকবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ বহুতলের দেওয়াল ভেঙে পড়ায় এই তিনজন গর্তে পড়ে যায়। ফলে একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজনকে ধ্বংসস্তুপ সরিয়েই উদ্ধার করতে হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন এনডিআরএফ, ডিডিএমএফ, দিল্লি পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকরা। বর্তমানে তাঁরা ধ্বংসস্তুপ সরানোর কাজ করছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বহুতলের পাশের দেওয়ালে তিন শ্রমিক অস্থায়ী কুড়েঘর বানিয়ে থাকছিলেন। গত শুক্রবার প্রবল বর্ষনের কারণে নরম হতে থাকে পাঁচিলের ভিত। অবশেষে সোমবার সকালে আচমকা ভেঙে পজডে  দেওয়ালে একাংশ। স্থানীয়রা দেখতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে। তারপর থেকেই চলছে উদ্ধাারকাজ।