HC on Rape Allegation After Consensual Sex: ছ'বছর ধরে শারীরিক সম্পর্কে থাকার পরও যৌন হেনস্থার অভিযোগ উঠতে পারে না, জানাল কর্নাটক হাইকোর্ট

দীর্ঘ ছয় বছর ধরে চলা এই যৌন সম্পর্ক যে ধর্ষণের মতো অপরাধ নয়, আইপিসি-র ৩৭৬ ধারায় তা শাস্তিযোগ্য হবে না, তা স্পষ্ট করে দেন বিচারপতি

Karnataka High Court (Photo Credit: ANI/ Twitter)

বেঙ্গালুরু: ছয় বছর সম্পর্ক থাকার পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এক মহিলার দায়ের করা দু'টি ফৌজদারি মামলা খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। এতে বলা হয়, 'এটি এক, দুই, তিন, চার বা পাঁচ নয়, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা হওয়ার পরে আবেদনকারী এবং অভিযোগকারীর মধ্যে সম্মতিমূলক শারীরিক সম্পর্ক ছয় বছরের। পরে অভিযোগ করা হয় যে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর থেকে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা কমে। ছয় বছর ধরে সম্মতিক্রমে যৌন সংসর্গের পর অন্তরঙ্গতা থেকে সরে আসার অর্থ এই নয় যে এটি ধর্ষণের উপাদান গঠন করবে।' Divorce Case- Remarks Over Black Skin Amounts To Cruelty: গায়ের রং কালো বলে বারবার স্বামীকে কটাক্ষ, নির্মমতা বলল আদালত

তারা প্রথম দিন থেকে সম্মতিমূলক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেটি ২০১৯ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত ছিল, এই বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারপতি এম নাগাপ্রসন্ন, বেঙ্গালুরু শহরের ইন্দিরানগর পুলিশ এবং দাভানাগেরে মহিলা পুলিশ স্টেশন কর্তৃক ২০২১ সালে আবেদনকারীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে। দীর্ঘ ছয় বছর ধরে চলা এই যৌন সম্পর্ক যে ধর্ষণের মতো অপরাধ নয়, আইপিসি-র ৩৭৬ ধারায় তা শাস্তিযোগ্য হবে না, তা স্পষ্ট করে দেন বিচারপতি। প্রমোদ সূর্যভান পওয়ার বনাম মহারাষ্ট্র রাজ্য মামলা এবং আরও কয়েকটি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, 'যদি পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়গুলির প্রচুরতাকে ভুলভাবে পরিচালিত করবে।'

আবেদনকারী ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে অভিযোগকারীর সঙ্গে বন্ধুত্ব করেন। তার মতে, যেহেতু তিনি কাছাকাছি থাকতেন, তাই তাকে সবসময় তার বাড়িতে নিয়ে যাওয়া হত এই অজুহাতে যে তিনি খুব ভাল শেফ। তিনি সুস্বাদু খাবার তৈরি করতেন এবং প্রতিবারই তিনি তার বাড়িতে যেতেন, বিয়ার পান করতেন এবং যৌনসঙ্গম করতেন। প্রায় ছয় বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর আবেদনকারী উক্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন।

৮ মার্চ, ২০২১ সালে ইন্দিরানগর থানায় প্রতারণা ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের করেন সেই মহিলা। পরে, যখন তিনি জানতে পারেন যে জামিন পাওয়ার পরে আবেদনকারী দাভানগেরেতে বসবাস করছেন, অভিযোগকারী সেখানে গিয়ে একই অভিযোগের ভিত্তিতে মারধর ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। দ্বিতীয় অভিযোগপত্রে আবেদনকারীর সঙ্গে আরও এক মহিলার নামও রয়েছে। দু'টি মামলায়ই চার্জশিট পেশ করেছিল পুলিশ।

সহ-অভিযুক্ত মহিলার সঙ্গে আবেদনকারী এই মামলাকে চ্যালেঞ্জ করেন। পুরুষটির অভিযোগ, অভিযোগকারীর অভ্যাস রয়েছে ধনীদের সঙ্গে বন্ধুত্ব করে টাকা তোলা, অপরাধ নথিভুক্ত করে ব্ল্যাকমেল করা। তিনি আরও একটি মামলার উল্লেখ করেন যেখানে অভিযোগকারী এক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং এরপর বেঙ্গালুরুর বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে বিবাহ ও ধর্ষণের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে একই ধরনের একটি মামলা দায়ের করেন। আদালতকে জানানো হয়, ২০১৬ সালে ওই মহিলা বিমুখ হয়ে তার বক্তব্য উল্টে দেওয়ার পর ওই ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়।



@endif