Mountaineer Anita Kundu: ২০১৯-এর তেনজিং নোরগে জাতীয় পুরস্কার পাচ্ছেন হরিয়ানার ২ বারের এভারেস্ট জয়ী পর্বতারোহী অনিতা কুন্ডু
তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভাঞ্চার অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য নির্বাচিত হলেন হরিয়ানার পর্বতারোহী অনিতা কুন্ডু (Anita Kundu)। আগামী ২৯ আগস্ট ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে জয়ী এই তরুণী পর্বতারোহীর হাতে তুলে দেওয়া হবে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। পুরস্কারে সম্মানিত হতে চলেছেন, খবর পেয়েই উচ্ছ্বসিত দু’বারের এভারেস্ট জয়ী অনিতা কুন্ডু। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বললেন, “আমিই প্রথম ভারতীয় মহিলা যিনি নেপালের পাশাপাশি চিনের দিক থেকেও এভারেস্টে চড়েছি। আমার সমস্ত সাফল্যের কৃতিত্ব মাকে দিতে চাই। এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় ভারত সরকারকে ধন্যবাদ।”
চণ্ডীগড়, ২৫ আগস্ট: তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভাঞ্চার অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য নির্বাচিত হলেন হরিয়ানার পর্বতারোহী অনিতা কুন্ডু (Anita Kundu)। আগামী ২৯ আগস্ট ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে জয়ী এই তরুণী পর্বতারোহীর হাতে তুলে দেওয়া হবে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। পুরস্কারে সম্মানিত হতে চলেছেন, খবর পেয়েই উচ্ছ্বসিত দু’বারের এভারেস্ট জয়ী অনিতা কুন্ডু। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বললেন, “আমিই প্রথম ভারতীয় মহিলা যিনি নেপালের পাশাপাশি চিনের দিক থেকেও এভারেস্টে চড়েছি। আমার সমস্ত সাফল্যের কৃতিত্ব মাকে দিতে চাই। এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় ভারত সরকারকে ধন্যবাদ।” আরও পড়ুন-COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত ৬০, ৯৭৫ জন, ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪
এদিকে অনিতা কুন্ডুর পুরস্কার জয়ের খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন হরিয়ানা পুলিশের ডিজিপি মনোজ যাদব। এই মুহূর্তে হরিয়ানা পুলিশের মহিলা সাব ইনস্পেক্টর পদে কর্মরত অনিতা কুন্ডু। বিভিন্ন জাতীয় ও আন্তার্জাতিক ক্রীড়ায় অনিতা তাঁর প্রতিভার প্রমাণ রেখে হরিয়ানা রাজ্য পুলিশে জয় নিয়ে এসেছেন। অনিতা ছাড়াও উইং কম্যান্ডার গজানন্দ যাদবও তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভাঞ্চার অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য নির্বাচিত হয়েছেন। এই ভারতীয় বায়ুসেনা অফিসার একজন প্যারাসুট জাম্প ইনস্ট্রাক্টর। পাশাপাশি তিনি বায়ুসেনার স্কাই ডাইভিং টিম ‘আকাশ গঙ্গা’র একজন সদস্যও। ভারতীয় বায়ুসেনার টুইটের তথ্য বলছে, এদিন পর্যন্ত উইং কম্যান্ডার গজানন্দ যাদব প্যারাসুট থেকে ২ হাজার ৯০০-রও বেশি বার ঝাঁপ দিয়েছেন।