Sukesh Chandrashekhar Sends Love Letter To Jacqueline Fernandez: 'বেবি গার্ল', হোলিতে জ্যাকলিনকে জেল থেকে ভালবাসার চিঠি সুকেশের

চিঠিতে জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলেও সম্মোধন করেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিনের জন্য তিনি সবকিছু করতে পারেন। জ্যাকলিন যাতে সব সময় হাসিখুশি থাকেন, সেই কথাও চিঠিতে লেখেন সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীকে তিনি চোখে হারাচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেন সুকেশ চন্দ্রশেখর।

Sukesh Chandrashekhar With Jacqueline Fernandez (Photo Credit: File Photo)

দিল্লি, ৭ মার্চ: ২০০ কোটির আর্থিক তছরূপ মামলায় জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar )। জেলের মধ্যে থাকাকালীন অবস্থাতেই এবার জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez ) চিঠি লিখলেন সুকেশ চন্দ্রশেখর। জেলে থাকাকালীন অবস্থাতেই বলিউড অভিনেত্রীকে রংয়ের উৎসবের শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন সুকেশ। জ্যাকলিনের জীবন যাতে রংয়ে ভরে ওঠে, সেই প্রার্থনা করেন সুকেশ। পাশাপাশি জ্যাকলিনের জীবনে যাতে সব রংয়ের সমাবেশ ঘটে, সেই প্রার্থনাও জানান কনম্যান। চিঠিতে জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলেও সম্মোধন করেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিনের জন্য তিনি সবকিছু করতে পারেন। জ্যাকলিন যাতে সব সময় হাসিখুশি থাকেন, সেই কথাও চিঠিতে লেখেন সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীকে তিনি চোখে হারাচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেন সুকেশ চন্দ্রশেখর।

আরও পড়ুন: Jacqueline Fernandez: দেশ ছাড়ার অনুমতি নেই, দুবাই যাওয়ার আবেদন করে আদালতের দ্বারস্থ জ্যাকলিন

প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখর যে জালিয়াত, সে কথা তিনি জানতেন না। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় এমন দাবি বার বার করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এমনকী, সুকেশ তাঁর জীবন তছনছ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।



@endif