Srinagar: শ্রীনগরে বিমানবন্দরে চেকিংয়ে সেনাকর্মীর ব্যাগ থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে (Srinanagar International Airport) ঢোকার সময় চেকিংয়ের এক সেনা কর্মীর ব্যাগ থেকে উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড

Airport (Photo Credits: Wikimedia Commons)

শ্রীনগর, ২ মে: শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে (Srinanagar International Airport) ঢোকার সময় চেকিংয়ের এক সেনা কর্মীর ব্যাগ থেকে উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড (Hand Granade)। আজ, সোমবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের এক সেনা কর্মী বিমানবন্দরে ঢোকার সময় চেকিংয়ের লাইনে দাঁড়ান। তারপর তাঁর হাতের ব্যাগ পরীক্ষা করে দেখা যায় তাতে একটি বেশ বড় মাপের হ্যান্ড গ্রেনেড আছে। উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিস্ফোরকটে ঠাসা ছিল, এবং জীবন্ত তাতে নিশ্চিত হন নিরাপত্তারক্ষীরা।

দেখুন ছবি

বিমানবন্দরের নিরপাত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তামিলনাড়ুর ভেলোরের সেই সেনাকর্মীর নাম বালাজি সামপাথ।

দেখুন টুইট

তিনি শ্রীনগরে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় ভুল করে হ্যান্ড গ্রেনেডটি ব্যাগে রেখেছিলেন বলে জানিয়েছেন। সেনার অফিসারদের এই ঘটনাটিকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।