Gujrat: স্বামীর যৌনতার আর্জিতে বিরক্ত, সাহায্য চেয়ে ৮৭ বছরের বৃদ্ধার ফোন হেল্পলাইন নম্বরে
ভদোদরার সায়াজিগঞ্জের বাসিন্দা ৮৯ বছরের বৃদ্ধ একজন ইঞ্জিনিয়র। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক তাঁর। বর্তমানে অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ স্ত্রী, ছেলে, বউমাকে নিয়ে সায়াজিগঞ্জের বাড়িতে থাকেন। সম্প্রতি ওই বৃদ্ধ বার বার স্ত্রীর সঙ্গে যৌনতায় মিলিত হওয়ার আর্জি জানালে, বৃদ্ধা তা নাকচ করে দেন। এরপরই ওই বৃদ্ধ রেগে গিয়ে স্ত্রীর উপর চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন।
আহমেদবাদ, ১২ সেপ্টেম্বর: বার বার স্বামীর যৌনতার প্রস্তাবে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত হেল্পলাইন নম্বরে ফোন করলেন বৃদ্ধা। সম্প্রতি গুজরাটের ভদোদরার বাসিন্দা ৮৭ বছরের এক বৃদ্ধা রাজ্যের হেল্পলাইন নম্বর ১৮১ অভ্যায়ামে ফোন করে সাহায্য চান। এরপর অভ্যায়ামের সদস্যরা হাজির বৃদ্ধার বাড়িতে হাজির হন এবং ওই দম্পতিকে যোগ অভ্যাসের পরামর্শ দেন। যোগাভ্যায়েসর মাধ্যমেই ওই দম্পতি তাঁদের এই সমস্যার সমাধান করতে পারবেন বলে পরামর্শ দেওয়া হয় হেল্পলাইন নম্বরের সদস্যদের।
রিপোর্টে প্রকাশ, ভদোদরার সায়াজিগঞ্জের বাসিন্দা ৮৯ বছরের বৃদ্ধ একজন ইঞ্জিনিয়র। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক তাঁর। বর্তমানে অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ স্ত্রী, ছেলে, বউমাকে নিয়ে সায়াজিগঞ্জের বাড়িতে থাকেন। সম্প্রতি ওই বৃদ্ধ বার বার স্ত্রীর সঙ্গে যৌনতায় মিলিত হওয়ার আর্জি জানালে, বৃদ্ধা তা নাকচ করে দেন। এরপরই ওই বৃদ্ধ রেগে গিয়ে স্ত্রীর উপর চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন।
আরও পড়ুন: Sukanta Majumdar: 'TMC-র ক্যাডারদের মত আচরণ পুলিশের', নবান্ন অভিযান নিয়ে অভিযোগ বিজেপির সুকান্তর
স্ত্রীর অসুস্থতা সত্ত্বেও ওই বৃদ্ধ কোনও কথাই মানতে চাননি বলে অভিযোগ। ফলে শেষ পর্যন্ত ৮৭ বছরের বৃদ্ধা হেল্পলালইন নম্বরে ফোন করে সাহায্য চান। অভ্যায়ামের সদস্যরা সায়াজিনগরের বাড়িতে গেলে, ওই দম্পতির কাউন্সেলিং শুরু করেন।