Gujarat: ভারতীয় জলসীমায় প্রবেশ, ৪০০ কোটির মাদক নিয়ে গুজরাটে আটক পাকিস্তানি নৌকো

ভারতীয় জলসীমায় প্রবেশ করার পরপরই ওই পাকিস্তানি নৌকোকে আটক করে উপকূল রক্ষী বাহিনী এবং এটিএস যৌথ উদ্যোগে। ওই পাক নৌকোয় ৭৭ কেজি হেরোইন চিল বলে খবর।

Pakistani Fishing Boat (Photo Credit: Twitter)

আহমেদাবাদ, ২০ ডিসেম্বর:  একটি মাছ ধরার পাকিস্তানি (Pakistan) নৌকোকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং এটিএস। আল হুসেনি নামে ওই পাকিস্তানি নৌকোকে ৭৭ কেজি হেরোইন ছিল। যার দাম কমপক্ষে ৪০০ কোটি। ৭৭ কেজি মাদক সহ আল হুসেনিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। মাদক নিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়ে ওই পাকিস্তানি  নৌকো।

ভারতীয় জলসীমায় প্রবেশ করার পরপরই ওই পাকিস্তানি নৌকোকে (Pakistani Fishing Boat) আটক করে উপকূল রক্ষী বাহিনী এবং এটিএস (ATS) যৌথ উদ্যোগে।

আরও পড়ুন:  Omicron: দিল্লিতে ফের ৪, কর্ণাটকে আরও ৫ সংক্রমিত, ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬০

গুজরাট (Gujrat)  উপকূলে মাদক নিয়ে প্রবেশ করছে একটি পাকিস্তানি নৌকো। গোপণ সূত্রে ওই খবর পাওয়ার পরই উপকূল রক্ষী বাহিনী এবং এটিএস একযোগে ৬ জনকে আটক করে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় আল হুসেনি নামে ওই পাক নৌকোটিকে। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।



@endif