IPL Auction 2025 Live

Same-Sex marriage: সমকামী বিবাহের বিরোধিতা করে রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন রাষ্ট্রদূত, বিচারপতি ও আমলাদের

সমকামী বিবাহের বিরোধিতা করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে খোলা চিঠি লিখলেন ভারতের একদল প্রাক্তন রাষ্ট্রদূত, বিচারপতি, আইপিএস আধিকারিক ও আমলারা।

(Photo: Twitter)

নয়াদিল্লি: সমকামী বিবাহের (Same-Sex marriage) বিরোধিতা করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) খোলা চিঠি (open letter) লিখলেন ভারতের একদল প্রাক্তন বিচারপতি (former judges), আইপিএস আধিকারিক (former IPS officers) ও আমলারা (former bureaucrats)। মোট ১২১ জন বিশিষ্ট নাগরিকের লেখা ওই চিঠিতে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য (Indian cultural traditions), ধর্মীয় বিশ্বাস (religious tenets ) ও সামাজিক মূল্যবোধ (social values) রক্ষার জন্য এই বিষয়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ (intervention) করার অনুরোধ (request) জানিয়েছেন তাঁরা। ১২১ জন নাগরিকের মধ্যে ৬ জন রাষ্ট্রদূতও আছেন।

ওই চিঠিতে তাঁরা লিখেছেন, "যদি আমরা সমকামী বিবাহের ধারণাকে গ্রহণ করে নিয়ে এটিকে নৈতিক ভাবে মেনে দেওয়ার জন্য আইনে সংশোধন করি তাহলে সমকামী বিবাহের সংস্কৃতি (same-sex sexual culture)-র জন্য দরজা খুলে যাবে। আমাদের সমাজ (society) ও সংস্কৃতি (culture) সমকামী বিবাহের ধারণাকে গ্রহণ করে না। কারণ এটা আমাদের মূল্যবোধের সঙ্গে কোনও ভাবে খাপ খায় না। বরং এই বিবাহের ধারণা আমাদের সমাজের চোখে অনৈতিক ও অপ্রাকৃতিক (unnatural)।"

প্রসঙ্গত উল্লেখ্য, সমকামী বিবাহের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সুপ্রিম কোর্টে হলফনামা ও আবেদন জমা দিয়েছে বিভিন্ন হিন্দু ও মুসলিম সংগঠনও। কোনওভাবেই এই ধরনের বিবাহকে যেন আইনগত স্বীকৃতি না দেওয়া হয় তার জন্য দাবি জানিয়েছে তারা। উল্টো দিকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সমকামী বিবাহের পক্ষে সওয়াল করেছে। আরও পড়ুন: Bihar: বিয়ের অনুষ্ঠানে রক্তারক্তি কাণ্ড, গান বাজানো নিয়ে বিবাদের জেরে যুবকের পেটে ছুরি ঢুকিয়ে খুন