Hit-and-Run Case in Chennai: রাস্তার ধারে শুয়ে থাকা ঘুমন্ত পথচারীকে গাড়ি দিয়ে পিশে মারলো রাজ্যসভার সাংসদের মেয়ে! দু'দিনের মধ্যে মঞ্জুর হল জামিনও

Accident Photo Credit: File Image

একদিকে পুনের ঘটনায় দেশজুড়ে যখন তীব্র প্রতিবাদ চলছে, তার ঠিক অন্যদিকে গত সোমবার আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল চেন্নাইতে। বেসান্ত নগরের (Besant Nagar) ফুটপাতে শুয়ে থাকা এক যুবককে বিলাসবহুল বিএমডব্লু দিয়ে পিশে মারলেন ওয়াইএসআর কংগ্রেস দলের রাজাসভার সাংসদ বেদা  মাস্তান রাওয়ের মেয়ে মাধুরী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। প্রথমে চেন্নাই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করলেও মঙ্গলবার রাতে জামিনে ছাড়াও পেয়ে যায় ওই মহিলা। আর সেই নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন ওয়াইএসআরের রাজ্যসভার সাংসদ ও স্থানীয় পুলিশ প্রশাসন।

জানা যাচ্ছে, মৃত যুবক বছর ২১-এর সুর্য পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত হয়ে ফুটপাথে শুয়ে পড়েছিলেন। তখনই মাধুরী গাড়ি নিয়ে ওই যুবকের ওপর উঠে যায়। সেই সময় গাড়িতে সাংসদের মেয়ে ছাড়াও তাঁর কয়েকটি বন্ধু ছিলেন। যদিও তাঁরা নেশাগ্রস্থ ছিলেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ঘটনাটি ঘটার পর স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। অন্যদিকে, এই ঘটনায় গ্রেফতার হওয়া ২৪ ঘন্টার মধ্যেই জামিনে ছাড়া পান সাংসদের মেয়ে।

আর তারপরেই পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন পুনেতে গাড়ি দুর্ঘটনায় মুল অভিযুক্ত নাবালক থাকার কারণে ছাড়া পেয়ে যাওয়ার কারণে বিক্ষোভ শুরু করেছিল সাধারণ মানুষ। তখন অন্যদিকে সাংসদের মেয়ে সাবালিকা হওয়া সত্ত্বেও কীভাবে জামিন পেলেন তিনি, এর প্রতিবার মঙ্গলবার থেকেই থানা চত্বরে প্রতিবাদ শুরু করেছে মৃতের পরিবার ও ঘনিষ্ঠজনেরা।



@endif