Snakebite Treatment: সাপে কামড়ালে যে জিনিসগুলো করবেন না, গাইডলাইন স্বাস্থ্যমন্ত্রক
সাপে কামড়ের মৃত্যু রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নগরায়ণ বাড়ছে, বাড়ছে বনভূমিতে মানুষের থাকার প্রবণতা।
সাপে কামড়ের মৃত্যু রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নগরায়ণ বাড়ছে, বাড়ছে বনভূমিতে মানুষের থাকার প্রবণতা। সঙ্গে বেড়েছে বন্যা, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ফলে সাপ চলে আসছে জনবসতি-তে। তাতেই বাড়ছে বিপদ, বাড়ছে মৃত্যু।
এবার সর্পাঘাতে মৃত্যু রুখতে কী করণীয়, আর কী করতে নেই তা নিয়ে একটি শর্ট ফিল্ম আনল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হলে প্রথমেই মানুষকে বুঝতে হবে যে সাপটা কামড়েছে সেটা বিষধর নাকি বিষহীন।
দেখুন ভিডিয়ো
কেমন করে সাপের কামড় থেকে এড়ানো যায়, বিষধর সাপের কামড়ের পর সময় নষ্ট না করে কেন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয় তা নিয়ে সচেতনা করা হয়েছে এই শর্টফিল্মে।