Government Lifts Restrictions on Hand Sanitizers: অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
লকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার (Alcohol-based hand sanitizers) রফতানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (Directorate General of Foreign Trade) এক বিজ্ঞপ্তিতে বলেছে, "অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারের কনটেইনার (ডিস্পেনসার পাম্পযুক্ত) যে কোনও আকারে / প্যাকেজিংয়ে রফতানি করা যাবে।"
নতুন দিল্লি, ১৬ অক্টোবর: অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার (Alcohol-based hand sanitizers) রফতানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (Directorate General of Foreign Trade) এক বিজ্ঞপ্তিতে বলেছে, "অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারের কনটেইনার (ডিস্পেনসার পাম্পযুক্ত) যে কোনও আকারে / প্যাকেজিংয়ে রফতানি করা যাবে।"
করোনাভাইরাস মহামারী তীব্র আকার নিলে সরকার মার্চ মাসে সকল প্রকার স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ করেছিল। পরে মে মাসে এই নিষেধাজ্ঞা কেবল অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল।আরও পড়ুন: Indian Air Force Team In France: আগামী মাসেই আসছে আরও ৪টি রাফাল, প্রস্তুতি দেখতে ফ্রান্সে বায়ুসেনার দল
জুনে, সরকার রফতানি নিষেধাজ্ঞাকে আরও শিথিল করে এবং ডিস্পেনসার পাম্পযুক্ত কনটেইনারে থাকা অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়। গতকাল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।