Dearness Allowance Hike: ৩ শতাংশ ডিএ বাড়িয়ে কর্মচারীদের হোলি উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার

কর্মচারীদের হোলির (Holi 2022) উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার (Central government)। ৩ শতাংশ মহার্ঘভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ১৬ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৩ শতাংশ বাড়লে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বর্তমান ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে ৫০ লাখেরও বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লাখেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন।

Image used for representational purpose | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১১ মার্চ: কর্মচারীদের হোলির (Holi 2022) উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার (Central government)। ৩ শতাংশ মহার্ঘভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ১৬ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৩ শতাংশ বাড়লে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বর্তমান ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে ৫০ লাখেরও বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লাখেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন।

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুসারে, সরকার মূল বেতনের উপর ডিএ গণনা করে। পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব মেটার পর আজ থেকে আদর্শ আচরণবিধি তুলে নেওয়া হবে। এর পরে সরকার ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের বেতন সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৬ হাজার ৪৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। যদি একজন কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩৪ শতাংশ হারে নতুন ডিএ প্রতি মাসে হবে ৬ হাজার ১২০ টাকা। বর্তমানে ৩১ শতাংশ ডিএ-তে মাসে ৫ হাজার ৫৮০ টাকা পাওয়া যাচ্ছে।