Gorakhpur-Kolkata Puja Special Train Accident: বড়সড় ট্রেন দুর্ঘটনা! গোরখপুর থেকে কলকাতা আসার পথে লাইনচ্যুত ট্রেন
বড়সড় দুর্ঘটনার কবলে পুজো স্পেশাল ট্রেন। দুর্গাপুজোর মুখে বিহারের গোরখপুর (Gorakhpur) থেকে কলকাতা যাওয়ার পথে ট্রেনের দু'টি কোচ লাইনচ্যুত হয়েছে (Train Accident)। এএনআই সূত্রে খবর, 05048 গোরখপুর থেকে কলকাতা আসার ট্রেনে ঘটনাটি ঘটেছে। পুজো স্পেশাল ট্রেনটির (Puja Special Train) দু'টো কোচ রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। সিলাউট এবং সিহো রেলস্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজ চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এখনও স্পষ্ট হয়নি।
পটনা, ২০ অক্টোবর: বড়সড় দুর্ঘটনার কবলে পুজো স্পেশাল ট্রেন। দুর্গাপুজোর মুখে বিহারের গোরখপুর (Gorakhpur) থেকে কলকাতা যাওয়ার পথে ট্রেনের দু'টি কোচ লাইনচ্যুত হয়েছে (Train Accident)। এএনআই সূত্রে খবর, 05048 গোরখপুর থেকে কলকাতা আসার ট্রেনে ঘটনাটি ঘটেছে। পুজো স্পেশাল ট্রেনটির (Puja Special Train) দু'টো কোচ রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। সিলাউট এবং সিহো রেলস্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজ চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এখনও স্পষ্ট হয়নি।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার জেরে ওই লাইনে আপাতত ট্রেন চলাচল স্থগিত রয়েছে।
গত সোমবার ঠিক একই রেল দুর্ঘটনা ঘটেছিল ওড়িশার পুরীতেও। রিপোর্ট অনুযায়ী, চন্দনপুর এবং তুলাসিয়াচুরা এলাকায় ঘটনাটি ঘটেছিল। রাত সাড়ে ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছিল।