Gold One Nation One Rate: বড় খবর; দেশ জুড়ে সোনার দাম বাঁধবে কেন্দ্র, জারি হতে পারে 'এক দেশ, এক দাম নীতি'

এক দেশ এক দাম হলে, প্রত্যেক রাজ্য সোনার দাম একই হবে। আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে সোনা কিনলে, সেখানে বর্ধিত বা কম দাম হবে না। গয়নার ক্ষেত্রে একই দাম ব্যবসায়ী আপনার কাছ থেকে নেবেন বলে জানা যাচ্ছে।

Gold Jwellery.jpg (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৫ জুলাই: গোটা দেশে সোনার দাম (Gold One Nation One Rate) একই দাম। রাজ্য অনুযায়ী সোনার দামের পরিবর্তন এবার থেকে আর হবে না। গোটা দেশ জুড়ে সোনার দাম একই থাকবে। সোনার (Gold) দামের উপর 'ওয়ান নেশন, ওয়ান রেট' ধার্য করা হবে বলে খবর। এক দেশ এবং এক দাম হলে, সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিষয়টি সুখকর হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

সোনার দাম নিয়ন্ত্রণে আনা 'ওয়ান নেশন ওয়ান রেট' নীতিকে সমর্থন করেছে জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল (জিজেসি)। সারা দেশে যাতে সোনার দাম একই হয়, তা নিয়ন্ত্রণ করতেই সরকারের এই নীতি সমর্থন জানায় জিজেসি। রিপোর্ট অনুযায়ী,২০২৪ সালের সেপ্টেম্বরে এ বিষয়ে  একটি বৈঠক হবে। সেই বৈঠকেই সোনার দামের ক্ষেত্রে নয়া নিয়ম ঘোষণা হবে বলে খবর। তবে এ নীতি বাস্তবায়নের পর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পরিকল্পনা করছে স্বর্ণ শিল্প।