Gold and Silver Price: পয়লা বৈশাখের আগে রেকর্ড গড়ল সোনা, নববর্ষের আগে গয়না কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন আজকের সোনা-রুপোর দাম

সোনার ঊর্ধ্বমুখী দাম দেখে মধ্যবিত্তের পটেকে টান পড়েছে। এই নববর্ষে আপনারও যদি সোনা কিংবা রুপো কেনার পরিকল্পনা থাকে তাহলে জেনে নিন আজকের সোনা, রুপোর দাম...

Gold Price (Photo Credits: Pixabay)

Gold and Silver Price: পয়লা বৈশাখের আগেই লাগাম ছাড়া সোনার দাম। পিছিয়ে নেই রুপোও। বৃহস্পতিবার বন্ধ থাকার পর শুক্রবার বাজার খুলতেই সোনার দামে মাথায় হাত। মার্চ মাসের শেষ থেকে রুদ্ধশ্বাস গতিতে বাড়তে শুরু করেছে সোনার দাম। এপিলও তা অব্যাহত। আর দিন দুই বাদের বাঙালির পয়লা বৈশাখ, নববর্ষ। বছরকার দিনে অনেকেই সোনা কেনেন। ঘরে নতুন সোনা তোলেন। তবে সোনার ঊর্ধ্বমুখী দাম দেখে মধ্যবিত্তের পটেকে টান পড়েছে। এই নববর্ষে আপনারও যদি সোনা কিংবা রুপো কেনার পরিকল্পনা থাকে তাহলে জেনে নিন আজকের সোনা, রুপোর দাম...

১৮ ক্যারট সোনার দামঃ আজ শুক্রবার ১ গ্রাম ১৮ ক্যারট সোনার দাম হয়েছে ৫,৪১৭ টাকা। আর ১০ গ্রাম ১৮ ক্যারট সোনা ৫৪ হাজার ১৭০ টাকা।

২২ ক্যারট সোনার দামঃ ১ গ্রাম ২২ ক্যারট সোনার দাম পৌঁছল ৬,৬২১ টাকায়। আর ১০ গ্রামের দাম ৬৬,২১০ টাকায়।

২৪ ক্যারট সোনার দামঃ ২৪ ক্যারটে ১ গ্রাম সোনার দাম ৭,২২৩ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারট সোনা পৌঁছল ৭২ হাজার ২৩০ টাকায়।

রুপোর দামঃ সোনার সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী রুপোর দাম। বাজার খুলতে না খুলতেই এক কিলোগ্রাম রুপোর দাম ৮৪,১০২ টাকায় পৌঁছে গিয়েছে। যা সর্বকালের সর্বোচ্চ দাম।



@endif