Mumbai Horror: স্বামী চালালো শারীরিক নির্যাতন, মা জোর করে নামাল দেহব্যবসায়, ধর্ষণ করল দাদা

একজন মহিলার ওপর নির্যাতনের পরিমান কতটা বেশি হতে পারে, তারই একটা নিদর্শন হয়ে থাকল মুম্বইয়ের এক যুবতী। গত বছর তার অমতেই জোর করে যুবতীর মা তার বিয়ে দেয়। কিন্তু স্বামীর শারীরিক অত্যাচারে, আর বিকৃত যৌনাচার সহ্য করতে না পেরে সে পূর্ব মুম্বইয়ে মানখুর্দে মায়ের কাছে ফিরে আসে।

ধর্ষণ। (

মুম্বই, অগাস্ট ১৯: Mumbai Horror: একজন মহিলার ওপর নির্যাতন কতটা বেশি হতে পারে, তারই একটা নিদর্শন হয়ে থাকল মুম্বইয়ের এক যুবতী। গত বছর ইচ্ছার বিরুদ্ধে জোর করে যুবতীর মা তার বিয়ে দেয়। তখনও তার বয়স ১৮ না হলেও বিয়ে করতে হয়। কিন্তু স্বামীর শারীরিক নির্যাতন, আর বিকৃত যৌনাচার সহ্য করতে না পেরে সে পূর্ব মুম্বইয়ে মানখুর্দে মায়ের কাছে ফিরে আসে। কিন্তু মা তাঁকে জোর করে দেহব্যবসায় নামায় রোজগার উপায় খুঁজে দিতে। অর্থের বিনিময়ে ৬০ বছরের এক ব্যক্তির সঙ্গে যৌনতা করতে হয় তাকে।

মেয়েটির ওপর নির্যাতনের ঘটনা এখানেই থেমে থাকেনি। সে মায়ের অপকীর্তির কথা সে তার দাদাকে  জানায়। কিন্তু দাদা তাকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। এত অভিযোগ একসঙ্গে নিয়ে যুবতী থানায় হাজির হন। পুলিশের মাথায় হাত দেওয়ার মত অবস্থা হয়।

এক মহিলার সঙ্গে একসঙ্গে এত অন্যায়ের বিরুদ্ধে নানা ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে জেরা শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির পোকসো আইনে কেস দায়ের করা হয়েছে। এ ছাড়াও জোর করে দেহব্যবসায় নামানো, নাবালিকা বিয়ে দেওয়ার দায়েও কেস করেছে পুলিশ।