General Bipin Rawat Death: হেলিকপ্টার ভেঙে পড়ার পরও বেঁচে ছিলেন বিপিন রাওয়াত, জল চেয়েছিলেন স্থানীয় এক বাসিন্দার কাছে

হেলিকপ্টার ভেঙে পড়ার পর বিপিন রাওয়াত (General Bipin Rawat) বেঁচে ছিলেন, তিনি জল চেয়েছিলেন। দাবি করলেন তামিলনাড়ুর কুন্নুরের কাত্তারি পার্কে (Kattari Park) দুর্ঘটনাস্থল লাগোয়া গ্রামের এক বাসিন্দা। হেলিকপ্টার ভেঙে পড়ার পর সেই জায়গায় পৌঁছানো প্রথম কয়েকজনের মধ্যে ছিলেন শিব কুমার, কৃষ্ণা মূর্তি ও এম রবিকুমার। বৃহস্পতিবার শিব কুমার বলেছেন যে চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff,) জেনারেল বিপিন রাওয়াত বেঁচে ছিলেন। তাঁর কাছে জল চেয়েছিলেন।

General Bipin Rawat (Photo Credit: File Photo)

চেন্নাই, ৯ ডিসেম্বর: হেলিকপ্টার ভেঙে পড়ার পর বিপিন রাওয়াত (General Bipin Rawat) বেঁচে ছিলেন, তিনি জল চেয়েছিলেন। দাবি করলেন তামিলনাড়ুর কুন্নুরের কাত্তারি পার্কে (Kattari Park) দুর্ঘটনাস্থল লাগোয়া গ্রামের এক বাসিন্দা। হেলিকপ্টার ভেঙে পড়ার পর সেই জায়গায় পৌঁছানো প্রথম কয়েকজনের মধ্যে ছিলেন শিব কুমার, কৃষ্ণা মূর্তি ও এম রবিকুমার। বৃহস্পতিবার শিব কুমার বলেছেন যে চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff,) জেনারেল বিপিন রাওয়াত বেঁচে ছিলেন। তাঁর কাছে জল চেয়েছিলেন।

শিব কুমারের দাবি, "আমরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছিলাম এবং তিনজনকে জীবিত দেখতে পাই এবং তাঁদের মধ্যে একজন জল চাইছিলেন। আমাদের কাছে জল ছিল না। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাঁদের তিনজনকে কম্বলে আলাদা করি। এরপর তাঁদের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" আরও পড়ুন: Mi-17V5 Helicopter Crash: বিপিন রাওয়াতের মরদেহ সুলুর এয়াবেসে আনতেই স্লোগান উঠল 'ভারত মাতা কী জয়'

শিব কুমার অবশ্য বলেছেন যে তিনি জানতেন না যে জল চাওয়া ব্যক্তি আসলে জেনারেল রাওয়াত। প্রয়াত অফিসারের ছবি বের হওয়ার পরই পরিচয় জানতে পারেন।