Gandhiji Death Anniversary 2023: আজ মহাত্মা গাঁধীর ৭৫-তম প্রয়াণ দিবস,ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

আজ মহাত্মা গাঁধীর ৭৫-তম প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে ‘শহিদ দিবস’। ১৯৪৮ সালে আজকের দিনেই দিল্লির বিড়লা হাউসে মহাত্মাকে গুলি করেন নাথুরাম গডসে। ঘটনাস্থলেই মহাত্মা প্রাণ হারান।তারপর থেকেই প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আজ, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস।ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের সময় থেকেই শ্রী নরেন্দ্র মোদী দেশে ও বিদেশে যেখানেই ভাষণ দিয়েছেন, সেখানেই মহাত্মা গান্ধীর আদর্শ, নৈতিকতা ও শিক্ষাদর্শগুলিকে তুলে ধরেছেন। আজ মৃত্যু বার্ষিকীতে তিনি লিখলেন -আমি বাপুকে তাঁর পুণ্য তিথিতে প্রণাম করি এবং তাঁর গভীর চিন্তাধারাকে স্মরণ করি। যারা আমাদের জাতির সেবায় শহীদ হয়েছেন তাদের সকলের প্রতিও শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ কখনই বিস্মৃত হবে না এবং একটি উন্নত ভারতের জন্য কাজ করার জন্য আমাদের সংকল্পকে শক্তিশালী করে রাখবে।

 স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর শ্রদ্ধাঞ্জলি তে লেখেন-

মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে কোটি কোটি প্রণাম, যিনি আমাদেরকে আদিবাসী ও স্বনির্ভরতার পথ অনুসরণ করে দেশকে স্বনির্ভর করতে অনুপ্রাণিত করেছিলেন।

স্বাধীনতার স্বর্ণযুগে স্বচ্ছতা, স্বদেশী এবং স্বভাষার ধারণা গ্রহণ করাই হবে গান্ধীজির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন- আমি শ্রদ্ধেয় বাপুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রণাম করি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাই। বিশ্ব শান্তি ও ভারতের অগ্রগতির জন্য তাঁর দেখানো পথ আজও খুব প্রাসঙ্গিক। তাঁর অনুপ্রেরণায় আজ নতুন ও স্বনির্ভর ভারত গড়ার কাজ এগিয়ে চলেছে।

নিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁর স্মরণে লেখেন-

আমি জাতির পিতা মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই, যিনি সত্য ও অহিংসার মাধ্যমে মানবতার শান্তি ও কল্যাণের পথ প্রশস্ত করেছিলেন, তাঁর মৃত্যুবার্ষিকীতে।

আপনার আদর্শ জীবন ও কল্যাণ চিন্তা আমাদের সর্বদা দেশ ও সমাজ সেবায় অনুপ্রাণিত করবে।