G20 Summit: ইতিমধ্যেই ১০০টি জি২০ বৈঠকের মাইলফলক,জানালেন জি২০ প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা
২০২৩ সালে জি-২০ নেতৃবর্গের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। যা বৈদেশিক সম্পর্ক বা আন্তর্জাতিক কূটনৈতিকতার ক্ষেত্রে ভারতের অবস্থানের প্রেক্ষিতে বিশেষ সূচক। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এই সভাপতিত্বের মেয়াদ এক বছর।
সোমবার(১৭ এপ্রিল) বারাণসীতে কৃষি প্রধান বিজ্ঞানীদের (MACS) বৈঠক শুরু হওয়ার পাশাপাশি ভারত তার G20 প্রেসিডেন্সির অধীনে ১০০ তম বৈঠকের মূল মাইলফলক উদযাপন করছে। ভারতের জি২০( G20) প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার সাংবাদিকদের জানিয়েছেন যে ইতিমধ্যেই ভারত ১০০টি জি২০ বৈঠকের আয়োজন করেছে। যাতে পৃথিবীর ১১১টি দেশের ১২০০০ জনেরও বেশি প্রতিনিধি এখন পর্যন্ত সেই বৈঠকে অংশগ্রহণ করেছে। তিনি বলেন-
"আমরা আমাদের সভাপতিত্বে আমাদের শততম সভা শুরু করেছি। যখন ভারত এই দায়িত্বভার গ্রহণ করে তখন ২০০টি বৈঠকের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। তাই বলা যেতেই পারে আমরা আমাদের অর্ধেক লক্ষ্যে পৌঁছেছি।
তিনি আরও বলেন- আমাদের অনুষ্ঠিত ১০০টি সভা যদি আপনারা দেখেন, আমরা আমাদের দেশের দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে ৪১টি ভিন্ন শহরে এই সভাগুলি করেছি। যার ফলে দেশের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই সভাগুলি কভার করেছে।"
২০২৩ সালে জি-২০ নেতৃবর্গের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। যা বৈদেশিক সম্পর্ক বা আন্তর্জাতিক কূটনৈতিকতার ক্ষেত্রে ভারতের অবস্থানের প্রেক্ষিতে বিশেষ সূচক। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এই সভাপতিত্বের মেয়াদ এক বছর। ১৯টি উন্নত এবং উন্নয়নশীল দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের গোষ্ঠীনেতৃত্বকে কাজে লাগিয়ে শিল্প-বাণিজ্য, শক্তি-নিরাপত্তা, অর্থনীতির বিভিন্ন দিকে জাতীয় স্বার্থ আদায় করে নেওয়াটা ভারতের বিদেশনীতিতে অগ্রাধিকার দেবে বলেই মনে করা হচ্ছে।