G20 Summit: বাইডেনের বুলেটপ্রুফ বিস্ট উড়ে আসছে মার্কিন মুলুক থেকে, মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে থাকবেন কমান্ডোরা

বাইডেনকে ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্যারা মিলিটারি সেনার তরফে দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের দ্বিতীয় স্তরে বাইডেনকে ঘিরে থাকবেন কমান্ডোরা। সেই সঙ্গে ভারতের সিক্রেট সার্ভিস এজেন্টরাও মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেবেন বলে জানা যাচ্ছে।

Joe Biden (Photo Credit: Instagram)

 দিল্লি, ৭ সেপ্টেম্বর: জি ২০ সম্মেলন (G20) উপলক্ষ্যে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) । ৭ সেপ্টেম্বর দিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে তৎপরতা কার্যত তুঙ্গে। বাইডেনের দিল্লি সফরে তিনি বুলেটপ্রুফ বিস্টে ঘুরবেন বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, বাইডেনের সঙ্গী বুলেটপ্রুফ বিস্টকে আমেরিকা থেকে ভারতে উড়িয়ে আনা হচ্ছে। বোয়িং সি-১৭ গ্লোব মাস্টারে করে বুলেটপ্রুফ বিস্টকে দিল্লিতে উড়িয়ে আনা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার ঘাটতি যাতে কোনওভাবে না থাকে, সেদিকে সজাগ প্রশাসন।

বাইডেনকে ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্যারা মিলিটারি সেনার তরফে দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের দ্বিতীয় স্তরে বাইডেনকে ঘিরে থাকবেন কমান্ডোরা। সেই সঙ্গে ভারতের সিক্রেট সার্ভিস এজেন্টরাও মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেবেন বলে জানা যাচ্ছে।

দিল্লির আইটিসি মৌর্য সেরাটন হোটেলে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের প্রত্যেকে ওই হোটেলেই থাকবেন বলে জানা যাচ্ছে। হোটেলের কর্মীদের ব্যাকরাউন্ড খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি যে ১৪ তলায় বাইডেন থাকবেন,সেখানে বিশেষ অ্যাকসেস কার্ড না থাকলে, কেউ প্রবেশ করতে পারেবন না বলে স্পষ্ট জানানো হয়।