G20: জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লির হোটেলে হাজির হয়ে ব্যাগ পরীক্ষায় নারাজ চিনা আধিকারিক, কারণ নিয়ে ধন্দ

চিনের রাষ্ট্রপতির পাশাপাশি রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনও জি ২০ সম্মেলনে হাজির হননি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট।

G20 Summit (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৩ সেপ্টেম্বর: দিল্লিতে জি ২০ সম্মেলনে হাজির হননি চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। শি-এর পরিবর্তে লি কিয়াং জি ২০ সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। লি কিয়াংয়ের পাশাপাশি চিনের যে আধিকারিকরা দিল্লিতে আসেন জি ২০ উপলক্ষ্যে, তাঁদের মধ্যে একজন দিল্লির হোটেলে নিজের ব্যাগ পরীক্ষা করতে দেবেন না বলে জানান। এমনকী, দিল্লির হোটেলে ব্যাগ পরীক্ষা করতে না দেওয়ার জন্য তিনি ফের চিনা অ্যাম্বাসিতে ফিরে যেতে চান। কী কারণে চিনের ওই আধিকারিক নিজের ব্যাগ পরীক্ষা করতে দিতে চাননি, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে চিনের অন্য আধিকারিকরা দিল্লির ওই প্রথম সারির হোটেলে হাজির হয়ে নিজেদের ব্যাগ পরীক্ষা করতে দেওয়ায় কোনও বাধা তৈরি করেননি বলে খবর।

প্রসঙ্গত চিনের রাষ্ট্রপতির পাশাপাশি রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনও জি ২০ সম্মেলনে হাজির হননি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট। ফলে দেশের বাইরে বের হলে পুতিনকে গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি ভারতে আয়োজিত জি ২০ সম্মেলনে হাজির হবেন না বলে জানানো হয় ক্রেমলিনের তরফে।