Petrol and Diesel Prices in India on November 22, 2021: সপ্তাহের শুরুতে দেশজুড়ে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, এক ঝলকে মেট্রো শহরের পেট্রোল ডিজেলর মূল্য
সোমবারেও তেল সংস্থাগুলি অপরিবর্তিত রাখল পেট্রোল ডিজেলের মূল্য। জ্বালানি তেলের মূল্য একেবারে চূড়ান্ত সীমায় রয়েছে। দেশের বেশিরভাগ শহরে পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে অনেকদিন হল।
নতুন দিল্লি, ২২ নভেম্বর: সোমবারেও তেল সংস্থাগুলি অপরিবর্তিত রাখল পেট্রোল ডিজেলের মূল্য (Petrol and Diesel Prices in India) । জ্বালানি তেলের মূল্য একেবারে চূড়ান্ত সীমায় রয়েছে। দেশের বেশিরভাগ শহরে পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে অনেকদিন হল। সোমবার দিল্লিতে ১ লিটার পেট্রোল কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১০৩ টাকা ৯৭ পয়সা। ৮৬ টাকা ৬৭ পয়সায় মিলছে এক লিটার ডিজেল। অন্যদিকে মুম্বইতে ১০৯ টাকা ৯৮ পয়সায় বিকোচ্ছে পেট্রোল। আর লিটার প্রতি ডিজেলের মূল্য ৯৪ টাকা ১৪ পয়সা। গত ১৯ মে দেশের বাণিজ্য নগরীতে প্রথম পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে। আরও পড়ুন-Mamata Banerjee Is In Delhi Today: ৩ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৪ টাকা ৬৭ পয়সায়। ৮৯ টাকা ৯৭ পয়সা দিলে মিলবে এক লিটার ডিজেল। এদিকে চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা। ডিজেল ৯১ টাকা ৪৩ পয়সা।