BJP Next President: বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে দক্ষিণ ভারতের সুষমা স্বরাজ, লড়াইয়ে নির্মলা সীতারমণ, কমল হাসানকে হারানো নেত্রীও
একটা সময় তিনি বিশাখাপত্তনামে কংগ্রেসের সাংসদ ছিলেন। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেবার বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে হারেন।
BJP Next President: জেপি নাড্ডা (JP Nadda) পরিবর্তে বিজেপির হটসিটে (BJP National President) বসতে চলেছেন কে? প্রশ্নটা ক্রমশই সাসপেন্সের স্তরে চলে যাচ্ছে। জোর জল্পনা, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন দক্ষিণ ভারতের কোনও মহিলা নেত্রী। আরএসএস-র সবুজ সঙ্কেত পেয়ে বিজেপি প্রধান হিসেবে এই প্রথম কোনও মহিলাকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অন্ধ্র প্রদেশের সাংসদ ডি পুরানদেস্বরী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman) ও তামিলনাড়ুর কোয়াম্বাটর দক্ষিণের বিধায়ক ভানাথি শ্রীনিবাসনের (Vanathi Srinivasan ) নাম উঠছে।
পদ্মের হটসিটে ফেভারিট দক্ষিণের সুষমা স্বরাজ
ফেভারিট হিসেবে উঠে আসছে অন্ধ্রের ডি পুরনদেস্বরী (D Purandeswari)র নাম। তাঁর কথাবার্তা, আচরণের জন্য পুরনদেস্বরী-কে দক্ষিণ ভারতের সুষমা স্বরাজ বলা হয়। একটা সময় তিনি বিশাখাপত্তনামে কংগ্রেসের সাংসদ ছিলেন। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেবার বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে হারেন। তবে তাঁর কাজকর্মে খুশি ছিল কেন্দ্রীয় নেতৃত্বে। অন্ধ্রে বিজেপি তেমন সুবিধা না করতে পারলেও দিল্লিতে ভাল মার্কস পাচ্ছিলেন পুরনদেস্বরী। ২০২৩ সালে তাঁকে অন্ধ্র বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। গত বছর লোকসভা নির্বাচনে টিডিপির সমর্থনে রাজামুন্দ্রি আসন থেকে জিতে সাংসদ হন।
লড়াইয়ে নির্মলা, ভানাথি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নামও দলের সভাপতি পদে উঠছে। তবে এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক ছেড়ে নির্মলা এখন দলের প্রধান পদ সামলাবেন তেমন সম্ভবনা কম বলে মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার প্রধান ভানাথি দলের সংগঠন ভাল বোঝেন। ২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোয়াম্বাটর দক্ষিণে চিত্র তারকা তথা মাক্কাল নিধি মাইয়াম সভাপতি কমল হাসানকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন। তিনি তামিলনাড়ুকে ভেভে পৃথক কোঙ্গু নাদু রাজ্য তৈরির আন্দোলনে সমর্থন করে বিতর্কে জড়ান। এক আর্থিক দুর্নীতি কাণ্ডেও নাম জড়িয়েছিল, তবে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
অতীতে বিজেপির সর্বভারতীয় সভাপতিরা
শুরুতে মনে করা হচ্ছিল বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে তিন কেন্দ্রীয় মন্ত্রী- শিবরাজ সিং, মনোহর লাল খট্টার, ভূপেন্দ্র যাদবের মধ্য়ে থেকে কেউ হতে পারেন। কিন্তু সময় যত যাচ্ছে দক্ষিণ ভারতের কোনও মহিলা নেত্রীর সভাপতি হওয়ার সম্ভাবনা বাড়েছে। এই প্রথম কোনও মহিলা, আর ২১ বছর পর দক্ষিণ ভারতের কোনও নেতা বিজেপির সিংহাসনে বসতে পারেন। নাড্ডার আগে বিজেপির শেষ তিনজন সর্বভারতীয় ছিলেন- নীতীন গডকরি (২০০৯-১৩), রাজনাথ সিং (২০১৩-১৪), অমিত শাহ (২০১৪-১৯)। ২০১৯ থেকে এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আছেন জেপি নাড্ডা। তবে মোদী ৩ মন্ত্রিসভায় সদস্য হওয়ার পর নাড্ডা-কে দলের সভাপতি পদ ছাড়তেই হত। অতীতে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ সামলেছেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, ভেঙ্কাইয়া নাইডু-র মত নেতারা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)