Pranab Mukherjee Health Update: ভালো নেই প্রণব মুখার্জি; একবছর আগের কথা মনে করে মর্মস্পর্শী টুইট কন্যা শর্মিষ্ঠা মুখার্জির
ভালো নেই প্রণব মুখার্জি। এখনও লাইফ সাপোর্টে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বাবার অসুস্থতায় মর্মস্পর্শী টুইট করলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। তিনি লেখেন, এক বছর আগে ২০১৯-র এরকমই সময়ে ভারতরত্ন পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এক বছর পর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। এই দুই সময়ের তুলনা টেনে ট্যুইট করেন শর্মিষ্ঠা মুখার্জি।
নতুন দিল্লি, ১২ অগস্ট: ভালো নেই প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। এখনও লাইফ সাপোর্টে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি (Former President)। বাবার অসুস্থতায় মর্মস্পর্শী টুইট করলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। তিনি লেখেন, এক বছর আগে ২০১৯-র এরকমই সময়ে ভারতরত্ন পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এক বছর পর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। এই দুই সময়ের তুলনা টেনে ট্যুইট করেন শর্মিষ্ঠা মুখার্জি।
প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখার্জি টুইটে লেখেন,"গতবছর ৮ অগস্ট আমার আর বাবার জন্য খুব আনন্দের দিন ছিল। বাবা সেদিন ভারতরত্ন পেয়েছিলেন। টিক একবছর পর ১০ অগস্ট বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি। বাবার জন্য যা ভালো হয় ভগবান তাই করুক। আনন্দ ও দুঃখ জীবনে যাই আসুক আমি যাতে ভেঙে না পড়ি তার প্রস্তুতি নিচ্ছি। সকলে বাবার জন্য উদ্বিগ্ন। সকলকে ধন্যবাদ।" আরও পড়ুন, আরও সঙ্কটজনক অবস্থা প্রণব মুখার্জির, লাইফ সাপোর্টেই রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে
দিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। হাসপাতাল তরফে বিবৃতি দেওয়া হয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এই খবরে উদ্বেগ বেড়েছে। মাথায় অস্ত্রোপচারের আগেই প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।