Ripun Bora May Join TMC: তৃণমূলে যোগ দিতে পারেন অসমের কংগ্রেস নেতা রিপুন বোরা
তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে পারেন অসমের কংগ্রেস (Congress) নেতা রিপুন বোরা (Ripun Bora)। জানা যাচ্ছে, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন আগামী সপ্তাহেই হাত ছেড়ে তৃণমূলে নাম লেখাতে পারেন। একটি সূত্র অবশ্য জানিয়েছে যে প্রাক্তন সংসদ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কয়েকটি শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে।
গুয়াহাটি, ১৭ এপ্রিল: তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে পারেন অসমের কংগ্রেস (Congress) নেতা রিপুন বোরা (Ripun Bora)। জানা যাচ্ছে, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন আগামী সপ্তাহেই হাত ছেড়ে তৃণমূলে নাম লেখাতে পারেন। একটি সূত্র অবশ্য জানিয়েছে যে প্রাক্তন সংসদ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কয়েকটি শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে।
কযেকদিন ধরেই খবর ছড়িয়েছিল যে রিপুন আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন। তবে সূত্রটি বলেছে যে নির্দিষ্ট কারণে তাঁর পক্ষে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেওয়া সম্ভব নয়। সূত্র আরও যোগ করেছে যে এই মুহূর্তে অসম নয় বরং গুজরাত এবং হিমাচল নিয়ে ঝাঁপাচ্ছে আপ। অন্যদিকে, ইতিমধ্যেই অসম ও মেঘালয়ে ঘাঁটি গেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সাংসদ হয়েছেন। তাই সেসব বিবেচনা করেই রিপুন তৃণমূলে যোগ দিতে পারেন। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ১৫০ জন, মৃত্যু ৪ জনের
তবে, কয়েকটি সূত্র জানিয়েছে যে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রিপুন।