Forbes India Rich List 2021: ভারতের ১০০ জন ধনীর তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি
ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতের ১০০ জন ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানি ২০২১ সালে তাঁর সম্পদ ৪ বিলিয়ন ডলার বাড়িয়েছেন। তালিকায় ২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। যাঁর মোট সম্পদের পরিমাণ ৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। শিল্পপতি শিব নাদার তাঁর তৃতীয় স্থান ধরে রেখেছেন, কারণ দেশের উজ্জ্বল প্রযুক্তি খাত তাঁর সম্পদ চলতি বছরে ১০.৬ বিলিয়ন ডলার বৃদ্ধি করেছে। তার মোট সম্পদ এখন ৩১ বিলিয়ন মার্কিন ডলার। শিব নাদার এইচসিএল-র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
নতুন দিল্লি, ৭ অক্টোবর: ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতের ১০০ জন ধনী ব্যক্তির তালিকায় (Forbes India Rich List 2021) শীর্ষস্থান ধরে রাখলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani )। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানি ২০২১ সালে তাঁর সম্পদ ৪ বিলিয়ন ডলার বাড়িয়েছেন। তালিকায় ২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। যাঁর মোট সম্পদের পরিমাণ ৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।
শিল্পপতি শিব নাদার (Shiv Nadar) তাঁর তৃতীয় স্থান ধরে রেখেছেন, কারণ দেশের উজ্জ্বল প্রযুক্তি খাত তাঁর সম্পদ চলতি বছরে ১০.৬ বিলিয়ন ডলার বৃদ্ধি করেছে। তার মোট সম্পদ এখন ৩১ বিলিয়ন মার্কিন ডলার। শিব নাদার এইচসিএল-র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ডি মার্টের রাধাকৃষ্ণণ দামানি (২৯.৪ বিলিয়ন), পঞ্চম স্থানে সেরাম ইনস্টটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালা (১৯ বিলিয়ন), ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে লক্ষ্মী মিত্তাল (১৮,৮ বিলিয়ন), সাবিত্রী জিন্দাল (১৮ বিলিয়ন), উদয় কোটাক (১৬.৫ বিলিয়ন), পালনজি মিস্ত্রি (১৬.৪ বিলিয়ন) ও কুমার বিড়লা (১৫.৮ বিলিয়ন)। ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দাল আবারও ১০ ধনী ভারতীয়র ক্লাবে চলে এসেছেন। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২,৪৩১ জন, মৃত্যু ৩১৮ জনের
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের সমষ্টিগত সম্পদ অতিমারির দ্বিতীয় বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের বিচারে, ভারতের ১০০ জন ধনীর মোট সম্পদের মূল্য ৭৭৫ বিলিয়ন মার্কন ডলার।
১০০ ধনী ভারতীয়র পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন