চিনের প্রেসিডেন্ট জিনপিংকে শুভেচ্ছা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের, সিপিএমকে খোঁচা বিজেপি-র

তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হওয়ায় জিংপিংকে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

পিনারাই বিজয়ন(Photo Credits: ANI/File)

তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হওয়ায় জিংপিংকে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan) (। ড্রাগনের দেশের কমিউনিস্ট শাসক-কে ভগবানের আপন দেশের কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানানো নিয়ে কটাক্ষ শুরু হয়েছে। চিনের ভারত বিরোধী ও আগ্রাসী অবস্থানের মাঝে পিনরাই বিজয়নের জিংপিংকে জানানো শুভেচ্ছা নিয়ে সিপিএমকে সরাসরি আক্রমণ করছে বিজেপি।

কেরলের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ( V Muraleedharan) এই ইস্যুতে বললেন, " সিপিএমের কাছা বরাবরই ভারতের থেকে বেশী কাছের হল চিন। আগেও কমিউন্ট নেতারা এমন কথা বলেছিলেন, যাতে মনে হচ্ছে ভারতই চিনকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করছে।"আরও পড়ুন-কাটল দুশ্চিন্তার মেঘ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত

দেখুন টুইট

এরপর বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বলেন,কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে পিনরাই বিজয়নের উচিত চিনের প্রেসিডেন্টের ফের ক্ষমতায় বসাকে শুভেচ্ছা না জানিয়ে ভারতের মানুষ-দের কথা চিন্তা করা।