Telangana:মিড ডে মিল খেয়ে অসুস্থ ৫০ পড়ুয়া, ৮ জনের অবস্থা সঙ্কটজনক

মিড ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়া (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের মিড ডে মিল(Mid Day Meal) খেয়ে অসুস্থ পড়ুয়ারা। এ বার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার(Telangana) নারায়ণপেট জেলায়। স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৫০ পড়ুয়া। তাদের মধ্যে ৮ পড়ুয়ার (Student) অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে মাগানুর মণ্ডল সেন্টারের জেলা পরিষদ স্কুলে। এদিন রোজের মতোই পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। পেট ভরে সেই খাবার খায় পড়ুয়ারা। এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে তারা। বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিতে থাকে। একাধিক পড়ুয়া অজ্ঞান পর্যন্ত হয়ে পড়ে। তড়িঘড়ি পড়ুয়াদের মাকটাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। এই ঘটনার পর পড়ুয়াদের অভিভাবকেদের অভিযোগ, মিড ডে মিলের ভাত কাঁচা ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে। বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। বিষয়টির তদন্ত করে মুখ্যমন্ত্রী অফিসে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মিড ডে মিল খেয়ে অসুস্থ ৫০ পড়ুয়া, ৮ জনের অবস্থা সঙ্কটজনক