Bihar: মর্মান্তিক! কাপড় কাচতে গিয়ে নদীতে ডুবে মৃত ৪ কিশোরী-সহ পাঁচ
নদীতে কাপড় কাচতে গিয়ে ডুবে মৃত্যু হল চার কিশোরী-সহ পাঁচজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ওরঙ্গাবাদ জেলার হামিদনগর গ্রামে।
ওরঙ্গাবাদ: নদীতে কাপড় কাচতে গিয়ে ডুবে (drown) মৃত্যু হল চার কিশোরী-সহ পাঁচজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ওরঙ্গাবাদ (Aurangabad) জেলার হামিদনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বিহারের রাজধানী পাটনা থেকে ১১০ কিলোমিটার দূরে ১৩ থেকে ১৫ বছর বয়সী চারটি কিশোরী পুনপুন নদীতে (Punpun River) কাপড় কাচতে গেছিল। কাপড় কাচার সময় আচমকা একটি কিশোরী নদীতে পরে গিয়ে জলের স্রোতে ভেসে যেতে থাকে। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে বাকি তিনজন কিশোরী তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। কিন্তু, জলের স্রোতের কারণে তারাও ভেসে যেতে থাকে নদীতে। তাদের বাঁচানোর জন্য নদীর পাড়ে থাকা ৪০ বছরের এক ব্যক্তিও জলে ঝাঁপ দেন। কিন্তু, ওই চারজন কিশোরী ভয়ে তাঁকে জড়িয়ে ধরলে তিনি বাকি চারজনকে নিয়ে জলে ডুবে যান।
এপ্রসঙ্গে দাউদনগরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কুমারি অনুপম সিং জানান, চারজন কিশোরী জলে ডুবে যাচ্ছিল। তাদের বাঁচাতে গিয়ে ৪০ বছরের এক ব্যক্তিও জলে ডুবে যান। তাদের মৃতদেহগুলি খুঁজে বের করতে ওই নদীতে ডুবুরি নামানো হয়েছে। তবে মৃতদেহগুলির কোনও সন্ধান পাওয়া যায়নি।
এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন জেলাশাসককে।