Delhi Smog: কুয়াশায় মোড়া রাজধানী, অন্যত্র ফেরানো হল দিল্লিগামী বিমান
এর আঁচ পড়েছে রেল পরিষেবাতেও। নির্ধারিত সময়ের চেয়ে দেরীতে চলছে দূরপাল্লার ট্রেন। সোমবার কুয়াশার কারণে সকালে বন্ধ রাখা হয় ট্রাক চলাচল।
নয়াদিল্লিঃ ক্রমে ভয়াবহ হচ্ছে দিল্লির(Delhi) পরিস্থিতি। ঘন কুয়াশায় (Smog)ঢাকছে গোটা রাজধানী। দিনভর প্রায় সামনে কিছু দেখা যাচ্ছে না। আজ, সোমবারও দিল্লিজুড়ে একই ছবি। চারিদিক ঢেকেছে ঘন কুয়াশায়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিমান(Flight) সংস্থাগুলিকে। প্রতিদিন বাতিল হচ্ছে বিমান। নিত্য সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। এ বার কুয়াশার কারণে পথ পরিবর্তন করানো হল দিল্লিগামী পাঁচটি বিমানকে। দিল্লির বদলে জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। একটি বিমানকে পাঠানো হয়েছে দেরাদুনে, এমনটাই সূত্রের খবর। শুধু বিমানই নয়। এর আঁচ পড়েছে রেল পরিষেবাতেও। নির্ধারিত সময়ের চেয়ে দেরীতে চলছে দূরপাল্লার ট্রেন। সোমবার কুয়াশার কারণে সকালে বন্ধ রাখা হয় ট্রাক চলাচল। অন্যদিকে, পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে বহু বেসরকারি স্কুল এবং কোচিং সেন্টারে।
কুয়াশায় মোড়া রাজধানী, অন্যত্র ফেরানো হল দিল্লিগামী বিমান