First Session Of 18th Lok Sabha: 'তৃতীয় কার্যকালে তিনগুণ বেশি পরিশ্রম করব ' লোকসভা অধিবেশনের প্রথম দিনেই ঝুলি ভর্তি আশ্বাস নরেন্দ্র মোদীর

তৃতীয় কার্যকালে তিনগুণ বেশি পরিশ্রম করার কথা বলেন মোদী। তাঁর কথায়, "তৃতীয় বারের মতো ক্ষমতায় এসেছি আমরা। আমাদের দায়িত্বও তাই তিনগুণ বেড়েছে। আমি দেশবাসীকে কথা দিচ্ছি, তৃতীয় কার্যকলে তিনগুণ বেশি পরিশ্রম করব। তিনগুণ বেশি ফল আনব।"

১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে নরেন্দ্র মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ১৮ তম লোকসভার ( Lok Sabha) প্রথম অধিবেশন আজ। স্বাধীনতা পর প্রথমবার নতুন সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান। অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুরুতেই মোদী বলেন, "আজকের দিনটি গৌরবের। সঙ্গে বৈভবেরও। স্বাধীনতার পর এই প্রথম নতুন সংসদে এই অনুষ্ঠান হচ্ছে।" শুরুতেই নবনির্বাচিত সাংসদদের অভিনিন্দন জানান তিনি। লোকসভা নির্বাচন ভালভাবে সম্পন্ন হয়েছে, ৬৫ কোটিরও বেশি জনগণ মতদান করেছেন, যা ১৪০ কোটি দেশবাসীর কাছে গর্বের বিষয় বলে মনে করছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ১৪০ কোটি দেশবাসীর আশা-আকাক্ষ্মা পূরণ করার আশ্বাস দিয়েছেন নমো। তৃতীয় কার্যকালে তিনগুণ বেশি পরিশ্রম করার কথা বলেন মোদী। তাঁর কথায়, "তৃতীয় বারের মতো ক্ষমতায় এসেছি আমরা। আমাদের দায়িত্বও তাই তিনগুণ বেড়েছে। আমি দেশবাসীকে কথা দিচ্ছি, তৃতীয় কার্যকলে তিনগুণ বেশি পরিশ্রম করব। তিনগুণ বেশি ফল আনব। বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য কোনও খামতি রাখব না।"এ দিন সংসদে ইমার্জেন্সির প্রসঙ্গ টেনে তিনি বলেন,"আগামিকাল ২৫ শে জুন। যারা সংবিধানের গরিমা বোঝেন, সংসদের প্রতি শ্রদ্ধা রাখেন তাদের জন্য কালকের দিনটি ভোলার নয়। সংবিধানে যে কালি লেগেছিল তার ৫০ বছর পূর্ণ হবে তার। আমরা সংবিধানকে রক্ষা করতে পেরেছি। ভবিষ্যতে আর কেউ যেন সংবিধানের গায়ে কোনও আঁচ না লাগাতে পারে সকলে মিলে সেই সংকল্প নিতে হবে।"

দেখুন কী বলছেন তিনি



@endif