Fire In Puri: রথের আগেই বিপত্তি, পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বিস্ফোরণ! ঝলসে গেলেন ১৫ জন
এই ঘটনায় শোক প্রকাশ করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। আহতদের চিকিৎসার খরচ বহন করবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তাও জানিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ সামনেই রথযাত্রা (Rathyatra 2024), তার জন্য সেজে উঠছে পুরী Puri)। আর তার আগেই পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বুধবার রাতে জগন্নাথ (Jagannath) দেবের চন্দন যাত্রায় হঠাৎ বিস্ফোরণ। আগুনে ঝলসে যান কমপক্ষে ১৫ জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আতশবাজি থেকেই এই বিস্ফোরণ হয়।বুধবার জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে সকলে জমায়েত হয়েছিলেন ভক্তরা। তাঁদের মধ্যে আতশবাজি ফাটাচ্ছিলেন কিছুজন। সেখান থেকেই আগুনের ফুলকি এসে পড়ে বাজির স্তুপের উপর। সঙ্গে-সঙ্গে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ভক্তরা অগ্নিদগ্ধ হন। কেউ-কেউ প্রাণে বাঁচতে সরোবরে ঝাঁপ দেন। এই ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছে। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। আহতদের চিকিৎসার খরচ বহন করবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তাও জানিয়েছেন তিনি।
দেখুন হাসপাতালের ভিডিয়ো
নবীন পট্টনায়কের টুইট