GST Council Meeting: ক্যান্সারের ওষুধে জিএসটি কমে ৫ শতাংশ, গাড়ির সিটে ২৮ শতাংশ GST

জিএসটি কাউন্সিলের সভায় বড় সিদ্ধান্ত। ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা জানালেন।

Nirmala Sitharaman. (Photo Credits: ANI)

54th GST Council Meeting: জিএসটি কাউন্সিলের সভায় বড় সিদ্ধান্ত। ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা জানালেন। ক্যান্সারের ওষুধের ওপর থাকা জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। বীমার ওপর কর ধার্য করার জন্য মন্ত্রীদের নিয়ে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হল।

'নমকিন'জাতীয় সুস্বাদু মশলাদার খাবারের ওপর থেকে জিএসটি-র হার কমিয়ে ১২% করা হল। স্ন্যাক্স বা 'নমকিন'জাতীয় খাদ্যপণ্যের ওপর ১৮% জিএসটি ধার্য করা ছিল। হেলিকপ্টার পরিষেবায় শেয়ারিং ভিত্তিতে ৫ শতাংশ জিএসটি লাগু করা হল। বিশ্ববিদ্যালয়গুলির গবেষণার ওপর খরচকে জিএসটি-র বাইরে রাখা হল। রেলওয়ের এয়ার কন্ডিশনারের ওপর ২৮ শতাংশ কর ধার্য করা হল।

দেখুন জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কী জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

গাড়ির আসন বা সিটের ওপর ১৮ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ জিএসটি লাগু করার সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্র বা রাজ্যে আইনে থাকা কোনো প্রাইভেট বা পাবলিক বিশ্বিবিদ্যালয়গুলি জিএসটি-র বাইরে থাকছে।