Jagannath Rath Yatra 2023: পুরীতে চলছে রথযাত্রার শেষ লগ্নের প্রস্তুতি, দেখুন ভিডিয়ো
শুক্রবার সন্ধ্যায় সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যা দেখেছেন আনন্দ পেয়েছেন অনেক নেটিজেনই।
আগামী ২০ জুন রথযাত্রা (Rath Yatra)। সেই উপলক্ষে ওড়িশার (Odisha) পুরীতে (Puri) বিশ্বখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রার (Jagannath Rath Yatra 2023) শেষ লগ্নের প্রস্তুতি (Final preparations) চলছে।
শুক্রবার সন্ধ্যায় সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রস্তুতির ভিডিয়ো (Video) পোস্ট করা হয়েছে। যা দেখেছেন আনন্দ পেয়েছেন অনেক নেটিজেনই। আরও পড়ুন: Tamilian PM: সবকিছু শিবের হাতে, তামিলনাড়ুর নাগরিক প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বিষয়ে মন্তব্য মাদুরাই অধিনাম হরিহর দেশিকা স্বামীগালের
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে ভগবান বলরামের রথের প্রধান কাঠের মিস্ত্রি বালকৃষ্ণ মহাপাত্র বলেন, "রথযাত্রার দুদিন আগেই সমস্ত কাজ সেরে ফেলার নির্দেশ রয়েছে। সেই মতো কাজ করছি আমরা। ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। বাকিটা নির্ধারিত সময়ের আগেই শেষ করে ফেলব।"