Loco Pilots Fight: 'বন্দে ভারত' চালানো নিয়ে লোকো পাইলটদের মধ্যে মারামারি, ভাইরাল ভিডিয়ো

এই ট্রেনটি তিনটি ভিন্ন রেলওয়ে জোনের উপর দিয়ে যাওয়াতেই যাবতীয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। লোকো পাইলটদের মধ্যে এই হাতাহাতির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বন্দে ভারত এক্সপ্রেসে বচসা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনে(Train) যাত্রীদের মধ্যে বচসা, হাতাহাতির ঘটনা নতুন নয়। বিশেষ করে লোকাল ট্রেনে এই ধরনের ছবি প্রায়ই ধরা পড়ে। কিন্তু কখনও ট্রেনে ড্রাইভার(Driver) অর্থাৎ লোকো পাইলটদের(Loco Pilots) মধ্যে বচসা দেখেছেন? তাও আবার ট্রেন চালানো নিয়ে? হ্যাঁ, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আগ্রা ও কোটা রেলওয়ে ডিভিশনের লোকো পাইলটদের মধ্যে। জানা গিয়েছে, চলতি সপ্তাহতেই উদ্বোধন হয় আগ্রা-উদয়পুর বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। উত্তর-পশ্চিম রেলওয়ে, উত্তর রেলওয়ে এবং পশ্চিম-মধ্য রেলওয়ে রেলের তিন বিভাগই এই ট্রেন চালানোর জন্য কর্মীদের নির্দেশ দেয়। সেই মতো তিন বিভাগের লোকো পাইলটই হাজির হন ডিউটিতে। আর সেখান থেকেই বচসার সূত্রপাত। কে ট্রেন চালাবে এই নিয়ে বচসা চরমে পৌঁছয়। এমনকী মারিপিট পর্যন্ত লেগে যায় লোকো পাইলটদের মধ্যে। শেষমেশ আরপিএফ এসে গোটা ঘটনাটি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর, উদ্বোধনের পরের দিন থেকেই এই ঝামেলা লেগে রয়েছে। রোজই তিন বিভাগের ড্রাইভারদের মধ্যে গোলমাল চলছে। এই ট্রেনটি তিনটি ভিন্ন রেলওয়ে জোনের উপর দিয়ে যাওয়াতেই যাবতীয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। লোকো পাইলটদের মধ্যে এই হাতাহাতির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লোকো পাইলটদের মধ্যে মারামারি



@endif