Father Sells Son: পাশবিক! আড়াই লক্ষ টাকার জন্য ৩ বছরের ছেলেকে বিক্রি মদ্যপ বাবার
আড়াই লক্ষ টাকার জন্য তিন বছরের ছেলেকে বিক্রি করল এক মদ্যপ বাবা। এমন ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায়। একজন মহিলা সেই সন্তানকে কাতারে বসবাসকারী এক ব্যক্তিকে বিক্রি করে যাচ্ছিল বলেও জানা গেছে।
ইয়াভাতমাল: আড়াই লক্ষ টাকার জন্য তিন বছরের ছেলেকে বিক্রি করল এক মদ্যপ বাবা (Father sells son)। এমন ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ইয়াভাতমাল (Yavatmal) জেলায়। একজন মহিলা সেই সন্তানকে কাতারে (Qatar) বসবাসকারী এক ব্যক্তিকে বিক্রি করে যাচ্ছিল বলেও জানা গেছে। আরও পড়ুন: Valsad Fire: গুজরাটের তেল কোম্পানিতে দাউদাউ করে জ্বলছে আগুন, ভয় ধরানো ভিডিয়ো
এ প্রসঙ্গে ইয়াভাতমালের পুলিশ সুপার পবন বানসোদ (Yavatmal SP Pawan Bansod) বলেন, "ইয়াভাতমাল জেলায় শিশুটির বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আড়াই লক্ষ টাকার জন্য তিন বছরের ছেলেকে বিক্রি করেছে এক ব্যক্তি। মদ কেনার টাকার জন্য তার ছেলেকে বিক্রি করেছে ওই মদ্যপ। সে তার সন্তানকে আদিলাবাদের (Adilabad) একজন এজেন্টের কাছে বিক্রি করে দিয়েছে। জানা গেছে, একজন মহিলা ওই শিশুটিকে কাতারের একজন ব্যক্তির কাছে বিক্রি করতে যাচ্ছিল। এই বিষয়ে আরও তদন্ত চলছে এবং মানব পাচারের মামলা (human trafficking case) দায়ের করা হয়েছে।" আরও পড়ুন: Jallikattu Video: তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর জেরে জখম ৫৩, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো: