Fair Price Shop Dealers Demand To Sell Alcohol: রেশন দোকান থেকে বিক্রি হোক মদ, ডিলারদের চিঠি কেন্দ্রকে

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন,রেশন দোকানগুলি থেকে মদ বিক্রির দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানো হয়েছে গত ২০ সেপ্টেম্বর।

Alcohol (Photo Credit: File Photo)

কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দেশের রেশন দোকান (Ration Dealer)  থেকে মদ (Alcohol) বিক্রির ছাড়পত্র দেওয়া হোক। রেশন দোকান থেকে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাল দেশের রেশন ডিলারদের অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে এই চিঠি পাঠানো হয়। কেন্দ্রের রেশন নীতির ফলে দেশের রেশন দোকানগুলির রোজগার ক্রমশ কমতে শুরু করেছে বলে অভিযোগ।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন,রেশন দোকানগুলি থেকে মদ বিক্রির দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানো হয়েছে গত ২০ সেপ্টেম্বর। দেশের রেশন দোকানগুলিকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। নতুন কোনও প্রকল্পের মাধ্য়মে দেশের রেশন দোকানগুলিতে রক্ষা করতে হবে বলে দাবি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের।

কেন্দ্রীয় সরকার যেভাবে হোক দেশের রেশন দোকানগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুক বলে দাবি করা হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে।