Exit Poll Result of Lok Sabha Elections 2019: কানহাইয়া কুমার কি জিতবেন! কী বলছে সমীক্ষা!
১৯ মে ভোট শেষের পরই দেশের প্রায় সব এক্সিট পোলে দেখা যায় নরেন্দ্র মোদী সরকার ফের ক্ষমতায় আসছে। সংখ্যায় ফারাক থাকলেও দেশের প্রায় সব সংবাদমাধ্যমে তাদের বুথফেরত সমীক্ষায় সাফ জানিয়েছে, আয়েগা তো মোদী হি...।
পটনা, ২১ মে: ১৯ মে ভোট শেষের পরই দেশের প্রায় সব এক্সিট পোল (Exit Poll 2019)-এ দেখা যায় নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার ফের ক্ষমতায় আসছে। সংখ্যায় ফারাক থাকলেও দেশের প্রায় সব সংবাদমাধ্যমে তাদের বুথফেরত সমীক্ষায় সাফ জানিয়েছে, আয়েগা তো মোদী হি...। বুথফেরত সমীক্ষায় সব সময় মেলে না। কিন্তু কিছু সময় মিলেও যায়। আর সেই সমীক্ষা যদি মিলে যায় তাহলে একটা জিনিস পরিষ্কার মোদী যেমন পের মসনদে বসবেন, তেমন বামেরা দেশজুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবেন। ইন্ডিয়া টু ডে সহ বেশ কিছু সমাীক্ষা অনুযায়ী বাংলা (West Bengal),ত্রিপুরা (Tripura) য় শূন্য তো বটেই এমনকি কেরালা (kerala)-তেও বামেরা পাঁচে নেমে যেতে পারে। চলতি লোকসভা ভোটে বামেদের সেরা বাজি-বিহারের বেগুসরাই (Begusarai) থেকে সিপিআই (CPI)-য়ের টিকিটে দাঁড়ানো কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)।
জেএনইউ (JNU)-তে ছাত্র আন্দোলন করতে গিয়ে দেশদ্রোহীর তকমা জোটা কানহাইয়া কুমার বেগুসরাইয়ে প্রচারে ঝড় তোলেন। কানহাইয়াকে হারাতে বিজেপি তাদের সেই অঞ্চেল সেরা তাস মন্ত্রী গিরিরাজ সিংকে কেন্দ্র বদল করে দাঁড় করায়। তবে প্রচার যত এগিয়েছে কানহাইয়ার পালে তত হাওয়া লাগে। কানহাইয়া-র সৌজন্যে সর্বভারতীয় প্রচারমাধ্যম জুড়ে বেগুসরাইয়ের কথা আলোচনা হতে থাকে।
সেই বেগুসরাইয়ে এবার কী হতে চলেছে! বিভিন্ন বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিহারের এই কেন্দ্রে শেষ হাসি হাসতে চলেছেন বিজেপি-র দাপুটে প্রার্থী গিরিরাজ সিং। নিউজ 18-IPSOS-এর এক্সিট পোলে পরিষ্কার বলা হয়েছে, কানহাইয়া কুমার হারতে চলেছেন। যদিও কানহাইয়ার প্রাপ্ত ভোট শেয়ার এই কেন্দ্রে তাঁর দলের গতবারের ভোটে প্রাপ্ত ভোট শেয়ারের চেয়ে অনেকটা বেশি থাকবে বলে সমীক্ষায় আভাস। গতবার এই আসনে জিতেছিলেন বিজেপি-র ভোলা সিং। দ্বিতীয় স্থানে ছিল আরজেডি, তৃতীয় স্থানে ছিলেন সিপিআই প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং। তবে এবার কানহাইয়া তার দলকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। তৃতীয় স্থান পেতে পারেন আরজেডি-র তনবীর হোসেন। শুধু বেগুসরাই নয়, গোটা বিহারেই বিজেপি, জেডিইউ জোট ভাল ফল করবে বলে বুথফেরত সমীক্ষায় প্রকাশ।