Election Commission: গণনার সময় হরিয়ানা বিধানসভার তথ্য 'দেরিতে' দেওয়া হচ্ছিল, কংগ্রেসের অভিযোগ নস্যাৎ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে সম্পূর্ণ গণনা প্রক্রিয়া নির্দিষ্ট পদ্ধতি অনুসারে প্রার্থী, পর্যবেক্ষক এবং মাইক্রো-অবজারভারদের উপস্থিতিতে করা হয়।

Election commission of India (Photo Credits: X)

দিল্লি, ৮ অক্টোবর: হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections Results 2024) গণনার সময় নির্বাচন কমিশনের তরফে যে তথ্য় প্রকাশ করা হয়, সেখানে অনেক দেরি হচ্ছিল। হরিয়ানায় গণনার মাঝে পথে বিজেপি যখন কংগ্রেসকে পিছনে ফেলতে শুরু করে, সেই সময় এমনই অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)  এই অভিযোগ করেন। কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে পালটা জবাব দেয় নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন: Haryana Assembly Elections Results 2024: হাড্ডাহাড্ডি লড়াই জুলনায়, শেষে বিজয়ীর হাসি হাসলেন Vinesh Phogat

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে সম্পূর্ণ গণনা প্রক্রিয়া নির্দিষ্ট পদ্ধতি অনুসারে প্রার্থী, পর্যবেক্ষক এবং মাইক্রো-অবজারভারদের উপস্থিতিতে করা হয়। রমেশের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের তরফে লিখিতভাবে এমনই উত্তর দেওয়া হয় পালটা। কমিশনের তরফে আরও জানানো হয়,  গণনার সময় প্রতি পাঁচ মিনিটে সমস্ত নির্বাচনী এলাকায় প্রায় ২৫ রাউন্ড করে আপডেট হয়েছে। যা গণনা প্রক্রিয়ার দ্রুততার ইঙ্গিত দেয়। সবকিছু মিলিয়ে কংগ্রেস যে দেরিতে আপডেটের তথ্য দেয়, তাকে কার্যত নস্যাৎ করে দেয় নির্বাচন কমিশন।



@endif