Rajya Sabha Election: আগামী সেপ্টেম্বরে ১২টি আসনে রাজ্যসভা নির্বাচন, দিনক্ষণ প্রকাশ্যে আনল কমিশন
৯ রাজ্যের ১২টি রাজ্যসভার আসনে নির্বাচন। ৭ অগাস্ট অর্থাৎ বুধবার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচন রয়েছে এই আসনগুলিতে। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ৬ সেপ্টেম্বর।
৯ রাজ্যের ১২টি রাজ্যসভার আসনে নির্বাচন। ৭ অগাস্ট অর্থাৎ বুধবার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচন রয়েছে এই আসনগুলিতে। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ৬ সেপ্টেম্বর। এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি আগামী ১৪ অগাস্ট জারি হবে। অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা ও ওড়িশা মোট ৯টি রাজ্যে নির্বাচন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ অগাস্ট, স্কুটিনি হবে ২২ অগাস্ট এবং অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ত্রিপুরার জন্য মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ২৬ অগাস্ট ও বিহার, ওড়িশা, হরিয়ানা, রাজস্থান ও তেলেঙ্গানার জন্য শেষ দিন ২৭ অগাস্ট নির্ধারন করা হয়েছে।
এই ১২টি আাসনের মধ্যে ১০টি আসনের সদস্য লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। যাঁদের মধ্যে রয়েছেন অসমের কামাক্ষ্যা প্রসাদ তাসা এবং সর্বানন্দ সোনওয়াল, বিহারের মিশা ভারতী ও বিবেক ঠাকুর, হরিয়ানার দীপেন্দর সিং হুডা, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্রের উদয়রাজে ভোঁসলে, পীযূষ গোয়েল, রাজস্থানের কেসি ভেনুগোপাল এবং ত্রিপুরার বিপ্লব কুমার দেব।
অন্যদিকে দুটি আসনের সদস্য ব্যক্তিগত কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন। এই দুটি আসনের প্রার্থী হলেন তেলেঙ্গানার কে কেশব রাও এবং ওড়িশার মমতা মোহান্ত। কমিশনের তরফে জানানো হয়েছে ৩ সেপ্টেম্বর ভোটপর্ব শুরু হবে সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত এবং ভোটের গণনা শুরু হবে ৩ সেম্পেম্বরেই বিকেল ৫টা থেকে।