Haryana Elections 2024: পয়লায় নয় পাঁচে, বিজেপির দাবি মেনে নির্বাচন পিছিয়ে দিল কমিশন, ফলপ্রকাশ পঞ্চমীতে

পয়লায় নয় পাঁচে। হরিয়ানায় ভোটের দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। টানা ছুটির মাঝে ভোট হলে ভোটদানের হার কমতে পারে এই আশঙ্কায় পূর্ব ঘোষণা মত পয়লা অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ছিল বিজেপি।

Voting. (Photo Credits:X)

নতুন দিল্লি, ৩১ অগাস্ট: রাজ্য ও কেন্দ্রের শাসক দলের সেই আবেদন রেখে হরিয়ানায় এক দফায় হতে চলা ভোটগ্রহণের দিন, পয়লা তারিখ থেকে পিছিয়ে ৫ অক্টোবর ঘোষণা করল নির্বাচন কমিশন। পয়লা অক্টোবরের পরিবর্তে, এবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের সব কটি আসনে ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। আগে বলা হয়েছিল, হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হবে ৪ অক্টোবর। সেই দিনটাও পিছিয়ে গেল। জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভার ফল ঘোষণার নতুন তারিখ ৮ অক্টোবর। মানে দুর্গাপুজোর পঞ্চমীর দিন জানা যাবে ভূ স্বর্গ ও হরিয়ানায় আগামী পাঁচ বছর কারা শাসন করবে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে তিন দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে-১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

হরিয়ানায় পয়লা অক্টোবর থেকে ভোট পিছিয়ে দেওয়ার আবদেনের পিছনের বিজেপির দাবি ছিল, ৩০ সেপ্টেম্বর হরিয়ানার শহীদ দিবসের ছুটি। তার আগের দুটি দিন শনি ও রবিবারের ছুটি। এরপর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। তারপর ৩ অক্টোবর আগ্রাসেন জয়ন্তী হিসেবে হরিয়ানায় সব কিছুতেই ছুটি থাকছে। তাই তার মানে পয়লা অক্টোবর ভোট হলে অনেকেই ছুটি কাটাতে ব্যস্ত থাকবে। তাই বিজেপি ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ছিল। রাজ্য়ের প্রধান বিরোধী দল কংগ্রেস এই দাবিকে রাজনৈতিক ছক ও হার স্বীকার বলে কটাক্ষ করেছিল। আরও পড়ুন-মাঝ আকাশ থেকে কেদারনাথের পাহাড়ে আছড়ে পড়ল বিকল হওয়া হেলিকপ্টার, দেখুন ভাইরাল ভিডিয়ো

হরিয়ানায় ভোটের দিন পিছিয়ে যাওয়া নিয়ে রাজ্য কংগ্রেস নেত্রী তথা সাংসদ কুমারী সেলজা বলেন, " নির্বাচন কমিশনকে নিয়ে নতুন করে আর আমাদের কিছু বলার নেই। শুধু এটা বলতে পারি, ওরা (বিজেপি) দশ বছরেও রেস জিততে পারেনি, এবার পাঁচ দিন ভোট পিছিয়ে আর কী করবে ওরা? কংগ্রেস ভোটের জন্য পুরোপুরি তৈরি আছে এবং সব কটি আসনে জেতার চেষ্টা করবে।" বিজেপি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।