UPSC Result 2021 Declared: সিভিল সার্ভিসের ফল প্রকাশে প্রমীলা বাহিনীর জয়জয়কার, শীর্ষস্থানে শ্রুতি শর্মা
২০২১ এর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান দখল করলেন শ্রুতি শর্মা। আজ সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফল (UPSC Result 2021) ঘোষণা হয়েছে। সবমিলিয়ে ৬৮৫ জন পরীক্ষার্থী এই সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
নতুন দিল্লি, ৩০ মে: ২০২১ এর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান দখল করলেন শ্রুতি শর্মা। আজ সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফল (UPSC Result 2021) ঘোষণা হয়েছে। সবমিলিয়ে ৬৮৫ জন পরীক্ষার্থী এই সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবারের সিভিল সার্ভিল পরীক্ষায় বারীর বিজয় রথ সূচিত হয়েছে। শ্রুতি শর্মা যখন প্রথম স্থানাধিকারিণী। তখন দ্বিতীয় স্থান অধিকার করেছেন অঙ্কিতা আগরওয়াল এবং তৃতীয় স্থানে রয়েছেন গামিনি সিংলা।
সিভিল সার্ভিস পরীক্ষা সাধারণ তিনটি স্তরে আয়োজিত হয়ে থাকে। প্রথমে প্রিলিমিনারি, তারপর মেন, এবং শেষে ইন্টারভিউ। মূলত, আন্ডিয়ান অ্য়াডমিনিস্ট্রেটিভ সার্ভি, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ও ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের বরকর্তাদের নিয়োগের জন্য এই সিভিল সার্ভিস উত্তীর্ণ হওয়া একান্ত আবশ্যক।