NEET Exam 2020: করোনার কারণে উপস্থিত হতে পারেননি? ১৪ অক্টোবর আবারও NEET পরীক্ষা দিতে পারবেন
করোনা সংক্রমণের কারণে অথবা কনটেইনমেন্ট জোনে থাকার কারণে NEET পরীক্ষা দিতে পারেননি, এমন প্রার্থীদের জন্য আবারও পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৪ অক্টোবর হবে সেই পরীক্ষা। এদিকে আজ ১২ অক্টোবর নিট পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency)। যদিও আজ সুপ্রিম কোর্ট এনটিএ-কে নির্দেশ দিয়েছে ১৬ অক্টোবর ফলপ্রকাশ করতে।
নতুন দিল্লি, ১২ অক্টোবর: করোনা সংক্রমণের কারণে অথবা কনটেইনমেন্ট জোনে থাকার কারণে NEET পরীক্ষা দিতে পারেননি, এমন প্রার্থীদের জন্য আবারও পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৪ অক্টোবর বুধবার হবে সেই পরীক্ষা। কেন্দ্রীয় সরকার বুধবার পরীক্ষা নেওয়ার কথা শীর্ষ আলাদতে জানিয়েছিল।এদিকে আজ ১২ অক্টোবর নিট পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency)। যদিও আজ সুপ্রিম কোর্ট এনটিএ-কে নির্দেশ দিয়েছে ১৬ অক্টোবর ফলপ্রকাশ করতে।
NEET পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in এ চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের ভারতের প্রিমিয়াম মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য এনটিএ দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। সাধারণ বা অসংরক্ষিত (UR) বিভাগের প্রার্থীদের পরীক্ষায় কমপক্ষে ৫০ পার্সেন্টাইল পেতে হবে। এসসি / এসটি / ওবিসি তালিকাভুক্তদের ৪০ পার্সেন্টাইল নম্বর পাওয়া দরকার।
রেজাল্ট কীভাবে দেখবেন:
- প্রথমে ntaneet.nic.in ওয়েবসাইটে যান
- এরপর হোমপেজে থাকা ‘NEET (UG) - 2020 Result’ এই লিঙ্কে ক্লিক করুন
- এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ সহ অন্য তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন
- রেজাল্ট স্ক্রিনে দেখাবে
- রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।